ওয়েব ডেস্ক : কলকাতায় (Kolkata) কসবা (Kasba) ল কলেজে গণধর্ষণকাণ্ডে সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, ঘটনার দিন গার্ডরুমে নিয়ে যাওয়ার সময় নির্যাতিতার চিৎকারে ছুটে এসেছিল নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যয়ায়। কিন্তু অভিযুক্তরা সেই সময় তাঁকে গুলি করে প্রাণে মারার হুমকি দেয়। এর পরেই প্রশ্ন উঠছে, তাহলে কি সেদিন অভিযুক্তদের কাছে ছিল কোনও আগ্নেয়াস্ত্র?
কসবা কাণ্ডে শনিবার চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা। সূত্রের খবর, নির্যাতিতাকে ঘটনার দিন গার্ডরুমে নিয়ে যাওয়ার সময় তরুণীর চিৎকার শুনে ছুটে এসেছিল নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যয়ায়। কিন্তু সেই সময় মনোজিৎ, জায়েব, প্রমিত তাকে গুলি করে প্রাণে মারার হুমকি দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। রক্ষীর দেওয়া এই বয়ানও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় আরও এক রক্ষীর মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ (Police)।
আরও খবর : বন্ধুর বাবার মারে মৃত্যু তরুণের
সূত্রের খবর, ঘটনার দিন ওই নিরাপত্তারক্ষীর কাজ শেষ হওয়ার কথা ছিল বিকেল চারটেয়। কিন্তু তিনি সেদিন রাত ৮টা ২৫ পর্যন্ত কলেজেই ছিলেন। তিনি রাত পর্যন্ত কেন ছিলেন। সেই সময় কাদের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। সেই সব খতিয়ে দেখছে তদন্তকারীরা। জানা যাচ্ছে, অভিযুক্তরা তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। সেই কারণে অভিযুক্তদের সামনাসামনি বসিয়ে জেরা করা হচ্ছে বলে খবর।
অভিযুক্তরা প্রভাবশালীদের বলে নির্যাতিতাকে কলেজ থেকে বের করে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। সূত্রের খবর, নির্যাতিতাকে মারধর করে জোর করে পোশাক খোলানো হয়। তদন্তকারীরা জানতে পেরেছেন, সেদিন নির্যাতিতার উপর অন্য অভিযুক্ত জায়েব ও প্রমিতের পাশবিক অত্যাচার করার পরিকল্পনা ছিল। কিন্তু নির্যাতিতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তারা তা করার চেষ্টা করেনি।
দেখুন অন্য খবর :