কলকাতা: স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত সমস্ত মামলা আগামী সোমবার শুনবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি কৃষ্ণ রাওয়ের ডিভিশন বেঞ্চ ওইদিন বেলা সাড়ে ১০টায় মামলাগুলি শুনবেন বলে আদালত সূত্রে জানানো হয়েছে।
স্কুল সার্ভিস কমিশনের মামলা শোনার জন্য ডিভিশন বেঞ্চ গঠন নিয়ে গত সপ্তাহের বৃহস্পতিবার হাইকোর্টে বিস্তর টানাপড়েন চলে। বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ এসএসসির মামলা থেকে অব্যাহতি চান। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব নতুন বেঞ্চ গঠনের কথা ঘোযণা করেন। অব্যাহতি চান সেই বেঞ্চের বিচারপতিরাও। এভাবে দিনভর একের পর এক বেঞ্চ ঘোষণা করা হয়। একের পর এক বেঞ্চ মামলা থেকে সরে দাঁড়ায়। পরের দিনও দুই বিচারপতি মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান। শেষ পর্যন্ত বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি কৃষ্ণ রাওয়ের নেতৃত্বে নতুন বেঞ্চের কথা ঘোষণা করেন প্রধান বিচারপতি।
গত বৃহস্পতিবার এসএসসি মামলায় আবেদনকারীরা একের পর এক বেঞ্চে ছুটে বেড়ান। তাঁরা প্রধান বিচারপতির এজলাসেও হাজির হন। তিনি আবেদনকারীদের আইনজীবীকে বলেন, আপনারা যখন তখন মেনশন করতে আসেন কেন? হাইকোর্টের ডেকোরাম মেনে চলুন।
এদিকে নবম-দশম শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় এফআইআর করল সিবিআই। বৃহস্পতিবারই এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহার নামে এফআইআর দায়ের করা হয়। শুক্রবার সিবিআই এই ব্যাপারে আদালতের কাছে রিপোর্টও পেশ করে।