কলকাতা: সুপ্রিম নির্দেশ মেনে ৩০ মে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোরপাধ্যায় (Mamata Banerjee) পরীক্ষায় বসতে হবে, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এটাই তাঁদের মৃত্যু পরোয়ানা, মুখ্যমন্ত্রীর ঘোষণার চাকরিহারাদের (SSC Sacked Teacher) প্রতিক্রিয়া এটাই। কোনও পরিস্থিতিতেই পরীক্ষায় বসা সম্ভব নয়, জানিয়ে দিয়েছেন চাকরিহারারা। পরীক্ষা না দিয়েই চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিকাশ ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে চাইছেন চাকরিহারাদের একাংশ। চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল জানান,“ আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আমরা ওনার সঙ্গে দেখা করার উদ্যোগ নিচ্ছি।
মুখ্যমন্ত্রীর বার্তা দিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। তাই পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতেই হবে। সেক্ষেত্রে চাকরিহারাদের উদ্দেশে তাঁর বার্তা, এখন আর বলা যাবে না, চাকরি দেব না। চাকরিটা গিয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে। এটা সব জায়গায় একেবারে সুন্দরভাবে প্রতিষ্ঠিত। আমি প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় নিয়ে আমার টাকরিটা হারাই, অসম্মানিত হই এবং আবার সেই একই চাকরির পরীক্ষায় বসব এটা কোনও বিকল্প হতে পারে না। যদি আবার পরীক্ষায় বসলাম। সেই প্রতিষ্ঠান যে আবার কোনও দুর্নীতি করবে না তার কী গ্যারান্টি আছে?’ মন্তব্য চাকরিহারা শিক্ষকের।
আরও পড়ুন: পথে ‘অযোগ্য’রাও, মুখ্যমন্ত্রীর বাড়ির পথে আটক চাকরিহারাদের একাংশ
সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নতুন করে পরীক্ষায় বসতে হবে চাকরিহারাদের। তবে এই বিষয়টাতে প্রথম থেকেই আপত্তি ছিল চাকরিহারাদের একাংশের। তাঁরা বারবার জানিয়েছিলেন, পরীক্ষায় বসতে রাজি নন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আদালতের নির্দেশ না মেনে উপায় নেই। পরীক্ষায় বসতেই হবে। এসবের মাঝেই আগামিকাল আলিপুরদুয়ারে সভা করতে আসছেন। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন চাকরিহারারা।
দেখুন ভিডিও