কলকাতা: কয়লা মামলায় রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) ভার্চুয়াল শুনানির আবেদন খারিজ করে দিল দিল্লি আদালত (Delhi Court)৷ তাঁকে সশরীরেই আদালতে হাজিরা দিতে হবে৷ আজ বৃহস্পতিবার ইডি (ED) এবং রুজিরার আইনজীবীর সওয়াল জবাব শোনার পর এমনই নির্দেশ দেন দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বিচারক পঙ্কজ শর্মা৷ জানিয়েছেন, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee) স্ত্রীকে ১২ অক্টোবর হাজিরা দিতে হবে৷
আরও পড়ুন: ভোটার তালিকায় নাম উঠলেও ভবানীপুরে ভোট দিলেন না পিকে
যদিও এদিন শুনানির সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রুজিরা৷ কয়লা কাণ্ডে ইডির দায়ের করা মামলার শুনানি চলছিল আদালতে৷ ইডির অভিযোগ ছিল, বারবার তলব করা সত্ত্বেও নানা অছিলায় তিনি তদন্তকারীদের জেরার মুখোমুখি হচ্ছিলেন না৷ পাল্টা রুজিরার আইনজীবী জানান, তাঁর মক্কেল দুই সন্তানের মা৷ এত কম সময়ের নোটিশে সন্তানদের নিয়ে রুজিরার পক্ষে একা দিল্লিতে আসা সম্ভব নয়৷ তাই তাঁকে ভার্চুয়ালি হাজিরার অনুমতি দেওয়া হোক৷
আরও পড়ুন: এম. এড পরীক্ষায় ১০০’র মধ্যে পেয়েছেন ২০০, গাফিলতি খুঁজতে কমিটি গঠন বিশ্বভারতীর
কিন্তু ইডি-র আইনজীবী নীতেশ রানা বিরোধিতা করে বলেন, রুজিরাকে সশরীরে আদালতে হাজিরা হতে হবে এমনই নির্দেশ ছিল আদালতের৷ তিনি সেটা পালন করেননি৷ তাই তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি হোক৷ দু’পক্ষের বক্তব্য শোনার পর আদালত রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আগামী ১২ অক্টোবর কোর্টে সশরীরে হাজিরার নির্দেশ দেয়৷ ওই দিন আবার সপ্তমী৷