গার্ডেনরিচ : দিনদুপুরে ডাকাতির ঘটনা গার্ডেনরিচে। ২৬ বছরের এক তরুণীকে বেঁধে রেখে লক্ষাধিক টাকা চুরি করল একদল দুষ্কৃতী। তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলে দাবি করেছেন ওই তরুণী।
আরও পড়ুন : হাওড়ায় গৃহকর্ত্রীকে বেঁধে দুঃসাহসিক ডাকাতি
গার্ডেনরিচের বাসিন্দা ২৬ বছরের ওই তরুণী মঙ্গলবার একাই ছিলেন বাড়িতে। তাঁর বয়ান অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১টা নাগাদ ওই বাড়িতে হানা দেয় কিছু দুষ্কৃতী। বাড়ির দরজা বাইরে থেকে তালা বন্ধ করা ছিল। সেই তালা খুলে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে পরে। তারা কোথা থেকে চাবি পেল তা নিয়েও উঠছে প্রশ্ন। ওই তরুণী বাধা দিতে গেলে তাঁকে একটি চেয়ারের সঙ্গে বেঁধে রাখে দুষ্কৃতীরা। তিনি গণধর্ষণের শিকার হন বলেও জানিয়েছেন ওই তরুণী। তারপর আলমারি ভেঙে সেখান থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। দুষ্কৃতীরা প্রায় ১৫ লক্ষ টাকার সামগ্রী নিয়ে পালিয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, বাড়ির সদস্যদের জামা কাপড়ের ব্যবসা। তাঁরা প্রতিদিনই ওই তরুণীকে বাড়িতে তালা বন্ধ করে রেখে কাজে চলে যেতেন। ফলে তরুণী বাড়িতে প্রতিদিন একাই থাকতেন। মঙ্গলবারও এই নিয়মের কোনো বদল হয়নি। সেদিনই গোটা যায় এই ডাকাতির ঘটনা। ঘটনাস্হলে আসে ফরেনসিক দল। তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। এই ঘটনার তদন্ত ভার নিয়েছে গার্ডেনরিচ থানার পুলিশ। ওই বাড়ির সদস্যদের জিজ্ঞেসাবাদ করছে পুলিশ।