কলকাতা: কলকাতার রাস্তায় ফের দুর্ঘটনা। অনিয়ন্ত্রত দুধের গাড়ি পিষে দেয় ফুটপাতে শুয়ে থাকা এক ব্যক্তিকে। রবিবার সকাল ৫টা ৪৫ নাগাদ ঘটনাটি ঘটে পার্ক-সার্কাস সেভেন্ট পয়েন্টের কাছে। এক্সসিড থেকে একটা দুধের গাড়ি অনিয়ন্ত্রিত গতিতে এসে মূল রাস্তা ছাড়িয়ে ফুটপাতে উঠে যায়। সেই সময় সেখানে শুয়ে ঘুমাচ্ছিলেন এক ব্যক্তি। মুহূর্তে মধ্যে ওই গাড়ির চাকা পিষে দেয় তাঁর দেহ। রক্তে ভেসে যায় গোটা ফুটপাথ। ছুটির দিনে সকালেই এ হেন মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল তিলোত্তমা বাসি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে পার্ক-সার্কাস সেভেন্ট পয়েন্টের কাছে সার্কাস এভিনিউতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে গাড়ি উঠে যায়। সেখানে প্রথমে একটি গাছে ধাক্কা মারে। তারপর রাস্তায় শুয়ে থাকা এক ব্যক্তিকে পিষে দিয়ে চলে যায়। অবশ্য প্রথমে ওই গাড়িতে পালিয়ে গেলেও পরে গাড়ির চালককে গ্রেফতার করে বেনিয়াপুকুর থানার পুলিশ আটক হয় ঘাতক গাড়িটিও। ঘটনা স্থলে ইতিমধ্যেই পৌঁছেছে বেনিয়াপুকুর থানার পুলিশ
আরও পড়ুন:
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)