কলকাতা: শহর কলকাতা ঐতিহ্য বলুন আর সঙ্গী বলুন, দুই হল টানা রিকশা (Hand Pulled Rickshaw)। কিন্তু বর্তমানে শহরের শহরের রাস্তা দখল করেছে অটো-মোটোর চালিত রিকশা। সেখানে হাতে টানা রিকশা এখন বিপন্ন। কল্লোলিনীর হাতে গোনা কয়েকটি জায়গায় দেখা মেলে হাতে টানা রিকশার। তেমন একটা যাত্রী হয় না বলেই অভিযোগ। যার ফলে ধুঁকছে এই পেশা। আয় নেই বললেই চলে। আর এমন পরিস্থিতিতেই হাতে টানা রিকশা ইউনিয়ন ‘অল বেঙ্গল রিকশা ইউনিয়ন’ (Rickshaw Organization Letter Nabanna) চিঠি দিল পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থকে। নিজেদের অস্তিত্ব সংকটের কথা জানিয়েই এই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
উত্তর ও মধ্য কলকাতার অলিগলি, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, বউবাজার, শ্যামপুকুর অঞ্চলে এখনও টিকে আছে হাতে টানা রিকশা। ভবানীপুরের দিকেও মাঝে মাঝে দেখা রোজগার খুব একটা নেই বলে বিকল্প জীবিকার সন্ধানে তাঁরা।পরিবহণের এই মাধ্যম এখন বিপন্ন। অস্তিত্ব সঙ্কটের সেই কথা জানিয়ে এ বার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিল হাতে টানা রিকশাচালকদের সংগঠন। চাইছেন বিকল্প কোনও পেশা।
আরও পড়ুন: ভবানীপুরে বহিরাগত ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী
এই রিকশা সংগঠনের তরফে চিঠিতে দাবি, এই মুহূর্তে প্রায় ৬ হাজার হাতে টানা রিকশাচালক। বর্তমানে তাঁদের দিন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আয় খুব কম। তাই তাঁরা সরকারকে এই পেশা রক্ষা করার দাবি জানিয়েছে। অবিলম্বে তাঁদের পেশাকে উন্নীত করার পাশাপাশি নতুন করে আয় বাড়ানোর বন্দোবস্ত করা হোক। এই চিঠিতে সুপ্রিমকোর্টের একটি নির্দেশের কথাও উল্লেখ করা রয়েছে বলে জানা গিয়েছে।
অন্য খবর দেখুন