কলকাতা: ফের একবার ১৪ অগাস্ট ‘রাত দখল’-এর আওয়াজ তোলা হয়েছে। শুধু তাই নয় ডাক দেওয়া হয়েছে নবান্ন অভিযানের। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই আরজি করের নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে এই কর্মসূচির সমর্থন করেছেন। কসবা-কাণ্ডের (Kasba Law College Incident) নির্যাতিতার পরিবারকে রাস্তায় নামার ডাক দিলেন আরজি কর কাণ্ডের নির্যাতিতার বাবা-মা (RG Kar Case Victim Family)। আগামী ৯ অগাস্ট আরজি করের ঘটনার এক বছর হবে। ওইদিনই নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছে তাঁরা। কসবার নির্যাতিতার বাবা-মাও যাতে পথে নামেন, সেই বার্তাও দেওয়া হয়েছে তাঁদের তরফে।
‘নবান্ন অভিযান’-এর পাশাপাশি ফের একবার ১৪ অগাস্ট ‘রাত দখল’-এর ডাক দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আরজি করের নির্যাতিতার বাবা-মা চান, কসবার ঘটনা নিয়েও বড় আন্দোলন হোক। ওই নির্যাতিতা তরুণীর বাবা-মাও পথে নামুন, প্রতিবাদ করুন। কসবা-কাণ্ডের প্রসঙ্গ টেনে নির্যাতিতার মা বলেন, “কলেজে কলেজে থ্রেট কালচার ভয়াবহ জায়গায় পৌঁছে গিয়েছে। মনোজিৎ মিশ্র বা সন্দীপ ঘোষের মতো লোকেদের মাথায় রাজনৈতিক হাত আছে বলেই এরা এত বেপরোয়া। তারা দুর্নীতি করতে কোনও ভয় পায় না। তারা কলেজে কলেজে দাপিয়ে বেড়ায়। এখন ভালোভাবেই দেখতে পাচ্ছি।
আরও পড়ুন: কসবা কাণ্ডে পুলিশের নজরে দ্বিতীয় নিরাপত্তারক্ষী, জেরা, বাজেয়াপ্ত ফোন
নির্যাতিতার মা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে যা ঘটেছে, তা আর কারও সঙ্গে ঘটেনি। আমার মেয়ে অন ডিউটি ছিল। ওর অধীনে ৭০-৮০ রোগী ভর্তি ছিল। সেখানে তাকে মেরে ফেলল। ও নাকি সারারাত নাকি ঘুমিয়ে ছিল? এটা কেউ মেনে নিতে পারে। ঘুমিয়ে থাকলে ডিউটি কেন ছিল? কসবায় মেয়েটিকে আটকে রাখা হয়েছিল, বেরোতে দেওয়া হয়নি। জোর করা হয়েছে। আমার মেয়েকে আটকে রাখতে হয়নি, ডিউটিতে খুন করা হয়েছে।
অন্য খবর দেখুন