কলকাতা: আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইয়ের ভাগ্নির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার রাতে আলমারিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। এই নিয়ে স্থানীয়রা মঙ্গলবার সকালে বিক্ষোভ দেখান এবং সঞ্জয় রাইয়ের বোন এবং জামাইবাবুকে মারধর করা হয়। ইতিমধ্যেই দেহের ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে।
প্রতিবেশীদের দাবি, নাবালিকার মায়ের মৃত্যু নিয়েও রহস্য রয়েছে। আর এবারও খুন করা হয়েছে নাবালিকাকে। অভিযোগ, সঞ্জয়ের দিদি ববিতার সঙ্গে বিয়ে হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, দিদি ববিতার সঙ্গে বিয়ের পর শ্য়ালিকা পূজার সঙ্গে সম্পর্কে জড়ান নাবালিকার বাবা।কয়েকবছর আগে তাঁরও ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল। স্ত্রী মৃত্য়ুর পর শ্যালিকা পূজাকে বিয়ে করেন নাবালিকার বাবা ভোলা সিং। প্রতিবেশীদের কথায় তারপর থেকেই শুরু হয়ে যায় মেয়ের উপর অকথ্য মানসিক ও শারীরিক অত্যাচার।
আরও পড়ুন: আচমকা গয়নার বাজারে ধস! সোনার দামে রেকর্ড পতন! কী কারণ?
প্রতিবেশীর কথায়, যে মেয়ে জুতোর ফিতে বাঁধতে জানে না, সে কী করে গলায় ফাঁস লাগাবে’ । এরপরই সঞ্জয় রায়ের বোনের পারিবারিক সম্পর্কেও পরতে পরতে ধোঁয়াশা, রহস্য। ময়না তদন্তের প্রাথমিক তদন্তে ইঙ্গিত, আত্মহত্যার জেরেই মৃত্যু হয়েছে ওই কিশোরীর। তবে পুলিশ সূত্রে খবর,ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে খুনের কোনও ইঙ্গিত এখনও মেলেনি। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
দেখুন ভিডিও