দেবাঞ্জন দেবের জাল টিকা কাণ্ড নিয়ে সরব হল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই কাণ্ডকে কেন্দ্র করে বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ। ভুয়ো টিকাকরণ কাণ্ডের বিষয়ে পূর্বেই কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে এমন বেআইনিভাবে টিকাকরণ আরও অনেক জায়গাতেই চলছে। কিন্তু কসবা এলাকা থেকে যাঁরা টিকা নিয়েছিলেন, তাঁরা কেন্দ্রের তরফে কোনও মেসেজ পাননি। তাঁর লেখা এই চিঠির ওপর ভিত্তি করেই রাজ্যের কাছে রিপোর্ট তলব করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই রিপোর্টে বলা হয়, কো-উইন পোর্টালের মাধ্যমেই টিকাকরণ শিবিরের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছিল। টিকা গ্রহীতাদের প্রত্যেকের তথ্য এবং কে কবে টিকা নিচ্ছে, সেই তথ্য ওই অ্যাপে থেকে যাবে। অ্যাপে নাম নথিভুক্ত করা এবং টিকা নেওয়া হয়ে গেলে, একটি করে মেসেজ পাবেন গ্রহীতারা। কিন্তু যাঁরা সেই মেসেজ পাবে না, তাঁদের ক্ষেত্রে ভুয়ো টিকা দেওয়া হয়েছে বলে ধরে নেওয়া হবে। ফলে কসবা কাণ্ডে যে জাল ভ্যাকসিন দেওয়া হয়েছে, তা নিয়ে যত দ্রুত সম্ভব রাজ্যকে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য। দরকারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করা হয় এই নির্দেশে। রাজ্যের এই তদন্ত রিপোর্ট আগামী ৪৮ ঘন্টার মধ্যে তলব করেছে কেন্দ্র।