কলকাতা: টানা কয়েকদিন ধরে অতিষ্ঠ করা দাবদাহে হাঁসফাঁস করছে গোটা রাজ্য ৷ ঠিক সেই সময়েই আশার আলো দেখাল আলিপুর আবহাওয়া দফতর ৷ তাদের পূর্বাভাস অনুযায়ী (West Bengal Weather Update), বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Rain Update) ৷ সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ৷ ফলে সাময়িক স্বস্তি মিলবে প্রখর গরমের ক্লেশ থেকে ৷
আবহাওয়া অফিসের মতে, বুধবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে ৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রির আশপাশে থাকবে ৷ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা-সহ পশ্চিমাঞ্চলের একাধিক জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা ৷ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির জোড়া প্রভাবে খানিকটা আরাম পেতে পারেন মানুষ ৷
বৃহস্পতি ও শুক্রবারেও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন জেলায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে ৷ যদিও বড় ধরনের তাপমাত্রার পরিবর্তন আপাতত নেই, তবুও এই সাময়িক বৃষ্টি এক ফোঁটা স্বস্তির মতোই ৷
উত্তরবঙ্গেও দেখা মিলতে পারে বর্ষার প্রাক-মুখরতা ৷ ঘূর্ণাবর্তের জেরে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সেখানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে আরও বিক্ষিপ্তভাবে ৷
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি ৷ বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ ৷ বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের বায়ুমণ্ডলে, যার ফলে আবহাওয়ায় তৈরি হয়েছে আর্দ্রতা এবং বৃষ্টির উপযুক্ত পরিবেশ ৷ তবে এই আর্দ্রতা গরমের অস্বস্তি আরও কিছুটা বাড়াতে পারে বলে মত আবহাওয়াবিদদের ৷
দেখুন আরও খবর: