কলকাতা : রাতভোর বৃষ্টিতে জল থৈ থৈ কলকাতা। উত্তর থেকে দক্ষিণ গোটা শহরের সব নিচু অংশই প্রায় জলের তলায়। জলযন্ত্রণা বাড়িয়েছে যানজট। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শহরে রেকর্ড পরিমানে বৃষ্টি হয়েছে ধাপাতে (dhapa)। সেখানে রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিল ১২৭ মিলিমিটার। সকাল ৬ টার পর থেকে দুপুর ২ টো পর্যন্ত বৃষ্টির পরিমাণ ৬৩ মিলিমিটার। অর্থাৎ রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ধাপায় মোট বৃষ্টির পরিমাণ ১৯০ মিলিমিটার।
রেকর্ড বৃষ্টির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তোপসিয়া। এখনও পর্যন্ত সেখানে বৃষ্টি হয়েছে ১৫৫ মিলিমিটার। এরপরেই রয়েছে উল্টোডাঙা। সেখানে বৃষ্টির পরিমাণ ১৫২ মিলিমিটার। বঙ্গোপসাগরের উপরে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে রাজ্যজুড়ে নিম্নচাপ। রবিবার থেকে বৃষ্টির কারণে কার্যত জলের তলায় মহানগরী। ধাপা, তোপসিয়া এবং উল্টোডাঙ্গা ছাড়াও শহরের বেশিরভাগ জায়গায় বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার ছাড়িয়েছে।
আরও পড়ুন – Weather: মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে কলকাতায়
টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা
একনজরে দেখে নিন কোথায় কত পরিমাণ বৃষ্টি হয়েছে
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, মানিকতলায় বৃষ্টির পরিমাণ ১২৭ মিলি। বেলগাছিয়ায় ১৩৮ মিলি। ধাপায় ১৯০ মিলি। তোপসিয়ায় ১৫৫ মিলি। পামার ব্রিজে ১৫০.৫ মিলি। কালীঘাটে ১৪৯.৬ মিলি।বালিগঞ্জে ১৪৬ মিলি। মোমিনপুরে ১৩৮ মিলি। ঠনঠনিয়ায় ১২৯.৬ মিলি। দত্তবাগানে ১৪৪ মিলি। জঞ্জিরাবাজারে ১২৮ মিলি। এই তালিকার মধ্যে সবথেকে কম পরিমাণে বৃষ্টি হয়েছে সিপিটি ক্যানেলে। রবিবার রাত থেকে মাত্র ৪৫ মিলি বৃষ্টি হয়েছে এখানে।
আরও পড়ুন – রাতভর বৃষ্টিতে জল জমেছে টিকিয়াপাড়া, হাওড়া, কলকাতায় ধীর গতিতে চলছে পরিষেবা
তবে,ইতিমধ্যেই আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে কলকাতায়। মঙ্গলবার কলকাতায় Yellow বা মাঝারি সতর্কতা জারি করা হয়েছে। তবে, আজ বৃষ্টি চলবে। আগামী কয়েক ঘন্টায় বাড়বে আরও বৃষ্টির পরিমান। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় জারি রয়েছে সতর্কতা।