কলকাতা: করোনা পরিস্থিতিতে বন্ধ জনসমাগম। এ বছর রথযাত্রাতেও ভগবান ভক্তের ভার্চুয়াল সাক্ষাৎ। রথের রশি টানবে কে? অভিনব সিদ্ধান্ত নিল কলকাতা ইসকন কর্তৃপক্ষ। রথ নয়, মাসির বাড়ি পৌঁছতে এসি গাড়ি আসবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্য। এসকর্ট করবে কলকাতা পুলিশের পাইলট কার। মুখ্যমন্ত্রীর পাঠানো ভোগারতির পর গাড়ি চড়ে বেড়িয়ে পড়বেন তিন ভাইবোন। ব্রিগেডের মাঠে অনুষ্ঠান বন্ধ। ২ বছর পর অ্যালবার্ট রোডের নিজের বাড়ি ছেড়ে গুরুসদয় রোডে মাসির বাড়ি যাবেন তিনি। সেখানেই উল্টোরথ পর্যন্ত চলবে পুজোপাঠ।
আরও প ড়ুন: ৩২ বছর গড়ায়নি পুরীর রথের চাকা
কোভিড বিধি মেনে সেখানে বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত প্রভুর দর্শন মিলবে। কলকাতায় ঐতিহ্যের রথযাত্রা শুরু হয়েছিল ইসকনের রশিতে টান দিয়ে। দেশবিদেশ থেকে শ্রীবিগ্রহ দর্শনে আসতেন অগনিত ভক্ত। মহামারির কোপে বদলে যাচ্ছে ঐতিহ্যবাহী নিয়ম। দু বছর ধরে স্থগিত থাকছে ধর্মীয় অনুষ্ঠান। মন্দির কর্তৃপক্ষের অনুরোধ, এবছরেও রথযাত্রার অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকুক ভক্তরা।