কলকাতা : ভুল বুঝলেন রতন মালাকার (Ratan Malakar) ৷ গোঁসা করে নির্দল প্রার্থী (Independent Candidate) হিসেবে পুরসভা ভোটে মনোনয়ন জমা দিয়েছিলেন ৷ শেষ পর্যন্ত তা প্রত্যাহার করে নিজেকে তৃণমূল কংগ্রেস (TMC) এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এক জন সৈনিক হিসেবেই দাবি করলেন রতন ৷
রতন মালাকার ২০০০ সালে ৭১ নম্বর ওয়ার্ডে প্রথম বার তৃণমূলের প্রতীকে দাঁড়িয়েছিলেন ৷ পরে তাঁকে ২০০৫ সালে ৭৩ নম্বর ওয়ার্ডে সরিয়ে আনা হয় ৷ তারপর থেকে ২০০৫, ২০১০ ও ২০১৫ সালে ৭৩ নম্বর ওয়ার্ড থেকেই কাউন্সিলর নির্বাচিত হন । দীর্ঘ ২০ বছর কাউন্সিলর থাকার পরও এ বছর আচমকা বাদ পড়েন তিনি ৷
কেন তাঁকে বাদ দেওয়া হল? সেই প্রশ্ন তুলতে শুরু করেন ৷ তার পরই গোঁসা করে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন ৷ নিজের সপক্ষে যুক্তি দিতে গিয়ে মালাকার বলেন, ‘স্থানীয় মানুষের চাপে মনোনয়ন জমা দিয়েছি ৷ তবে, দল ও দিদির প্রতি আনুগত্য রেখেই মনোনয়ন জমা দিয়েছি ৷ জয় পরাজয় পরে দেখা যাবে ৷’
আরও পড়ুন: KMC Election 2021: পুরভোটে তৃণমূলের সুদর্শনার সঙ্গে লড়াই ছেড়ে কি সরে দাঁড়াবেন সুব্রতর বোন তনিমা
যদিও প্রথম থেকেই রতনের নির্দল হিসেবে লড়াইকে ভাল চোখে নেয়নি তৃণমূল ৷ শাস্তির কথাও শুনিয়ে রেখেছিল ৷ স্পষ্ট করেছিল, মনোনয়ন প্রত্যাহার না করলে শান্তির মুখে পড়তে হবে ৷ অবশেষে প্রত্যাহারের শেষের আগের দিনই মনোনয়ন তুলে নিলেন রতন মালাকার ৷ বললেন,”আমার ভুল বুঝতে পেরেছি। দলের সৈনিক ছিলাম আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক জন কর্মী হিসেবেই কাজ করব। এটাই আমি এই জায়গায । সুব্রত বক্সি, মদন মিত্র-সহ নেতৃত্ব আমায় বুঝিয়েছেন ৷ দল যে দায়িত্ব দেবে তা পালন করব।”