কলকাতা: রবিবার বাংলা জুড়ে পালন হবে রামনবমী (Ram Navami)।রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা প্রস্তুতি রয়েছে পুলিশ প্রশাসনের। ছুটির দিন হলেও খোলা থাকছে নবান্ন। পুলিশের কন্ট্রোল রুম খোলা থাকবে। অশান্তির আশঙ্কা থাকায় পুলিশ শীর্ষকর্তারা গোটা বিষয়টির উপর নজর রাখবেন।রাজভবনে পিসরুম খোলা থাকবে। সবার উপর নজর রাখা হবে।
রামনবমীকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে নবান্ন খোলা থাকবে। জানা গিয়েছে, খোলা থাকছে পুলিশের কন্ট্রোল রুম। সেখানে বসে নিজে গোটা বিষয়ের উপর নজরে রাখবেন এডিজি, আইনশৃঙ্খলা জাভেদ শামিম। থাকবেন পুলিশের অন্যান্য শীর্ষ কর্তারাও। রামনবমীতে রাজ্যজুড়ে প্রায় আড়াইশো মিছিল বেরনোর কথা। তার সবকটাই যাতে সুষ্ঠুভাবে শেষ হয় সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে, রাজভবনের তরফেও খোলা হচ্ছে পিস রুম।
আরও পড়ুন: রামনবমীতে কলকাতায় ৬০ মিছিল, স্পর্শকাতর জেলায় কড়া নিরাপত্তা, সতর্ক লালবাজার
রামনবমী উপলক্ষে শহর জুড়ে বড়সড় নিরাপত্তা ব্যবস্থা করেছে লালবাজার (Lalbajar)। কলকাতা পুলিশ সূত্রে খবর, প্রায় সাড়ে তিন হাজার থেকে ছয় হাজার পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন। শহরের বিভিন্ন রুটে থাকবে বিশেষ নজরদারি। রামনবমী উপলক্ষে শহরের বিভিন্ন ধর্মীয় স্থানে, রাস্তায় জরুরি ভিত্তিতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি থানার পুলিশ আধিকারিকদের ওই শোভাযাত্রার ডিউটি করার সময় বডি ক্যামেরা ব্যবহার করার জন্য বলা হয়েছে। রাজ্যের দশটি জেলা ও পুলিশ কমিশনারেটকে সংবেদনশীল বলে ঘোষণা করা হয়েছে। আসানসোল, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ জেলা ও জেলার কমিশনারেটগুলিকে সতর্ক করা হয়েছে। দশটি জেলা ও পুলিশ কমিশনারেটে ২৯ জন আইপিএসকে পাঠানো হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের পদস্থ পুলিশকর্তাদের নিয়ে শনিবার নবান্নে একটি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানেই সিদ্ধান্ত হয়, রামনবমীতে ছুটি নয়। খোলা রাখা হবে নবান্ন।
অন্য খবর দেখুন