কলকাতা টিভি ওয়েব ডেস্ক: সিপিএমের সাধারণ সম্পাদক পদে বহাল রইলেন সীতারাম ইয়েচুরি৷ রবিবার পলিটব্যুরোর ১৭ সদস্যের নাম ঘোষণা করে সিপিএমের কেন্দ্রীয় কমিটি৷ তাতে নাম নেই বিমান বসুর৷ জানা গিয়েছে, পলিটব্যুরোর সদস্যপদ থেকে অব্যহতি নিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং হান্নান মোল্লা৷ দু’জনেই আমন্ত্রিত সদস্য হিসেবে থাকবেন৷ তবে রামচন্দ্র ডোমকে পলিটব্যুরোতে এনে চমক দিয়েছে সিপিএম৷ পশ্চিমবঙ্গের সাতবারের সাংসদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম পলিটব্যুরোর প্রথম দলিত প্রতিনিধি৷
১৭ সদস্যের পলিটব্যুরোর সদস্যরা হলেন, সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, পিনারাই বিজয়ন, কে বালাকৃষ্ণন, বৃন্দা কারাত, মানিক সরকার, মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, বি ভি রাঘাভুলু, তপন সেন, নীলোৎপল বসু, এমএ বেবি, জি রামাকৃষ্ণণ, সুভাসিনী আলি, রামচন্দ্র ডোম, অশোক ধাওয়ালে এবং এ বিজয়ারাঘবন৷
এছাড়া সেন্ট্রাল কমিটিতে নির্বাচিত হয়েছেন ৮৪ জন৷ বাংলা থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ১৩ জন৷ তাঁরা হলেন, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, শ্রীদীপ ভট্টাচার্য, রবীন দেব, সুজন চক্রবর্তী, অমিয় পাত্র, আভাস রায় চৌধুরী, রামচন্দ্র ডোম, রেখা গোস্বামী, অঞ্জু কর, শমীক লাহিড়ি, সুমিত দে, দেবলীনা হেমব্রম৷ এঁদের মধ্যে শমীক লাহিড়ি, সুমিত দে এবং দেবলীনা হেমব্রম নতুন মুখ৷ কেরলের কান্নুরে পার্টি কংগ্রেসের বৈঠকের শেষ দিনে কমিটির নাম ঘোষণা করে সিপিএম৷
আরও পড়ুন: Hanskhali Rape: হাঁসখালিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলে