কলকাতা: রেলকর্মীদের জন্য ‘সংরক্ষিত কামরায়’ উঠে পড়েছিলেন মহিলা যাত্রীরা৷ শুধু মাত্র সেই কারণে মহিলা যাত্রীদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন একদল রেল কর্মী৷ অভিযোগ, তাঁদের ‘অসভ্য’, ‘অভদ্র’ ইত্যাদি ভাষায় গালিগালাজ করেন কর্মীরা৷ আরও অভিযোগ, মহিলাদের ধর্ষণের হুমকি দেন তাঁরা৷ গোটা ঘটনায় আতঙ্কিত মহিলা যাত্রীরা৷ তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ জানিয়েছেন, এরকম চলতে থাকলে ট্রেনে ওঠা মুশকিল৷
আরও পড়ুন: ভগবানপুরে তৃণমূলের প্রতিবাদ সভায় জনজোয়ার
শনিবার পাঁচটা বারোর শিয়ালদহ-বনগাঁ স্টাফ স্পেশাল ট্রেনের ঘটনা৷ অন্যান্য যাত্রীদের সঙ্গে বারাসত স্টেশন থেকে ট্রেনে ওঠেন মহিলা যাত্রীরা৷ কিছুক্ষণ পরই কামরার ভেতর ভীষণ চিৎকার-চেঁচামেচি শুরু হয়৷ ১০-১২ জন লোক নিজেদের রেলকর্মী পরিচয় দিয়ে যাত্রীদের পরিচয় পত্র দেখতে চান৷ রেল কর্মী না হওয়া সত্ত্বেও কেন তাঁরা এই কামরায় উঠেছেন সেই কৈফিয়ত চান৷ অভিযোগ, এর পরই শুরু হয় তাঁদের অভব্য ব্যবহার৷
রেলকর্মীদের দূর্ব্যবহারের শিকার হয়েছেন কেয়া দাস নামে এক মহিলা৷ পেশায় একটি হাসপাতালের কর্মী তিনি৷ কেয়া দাস বলেন, ‘প্রতিদিনই আমরা বারাসত থেকে উঠি৷ প্ল্যাটফর্মে অপেক্ষা করার সময় ঘোষণা করা হয় স্টাফ স্পেশাল শিয়ালদহ-বনগাঁ ট্রেন স্টেশনে ঢুকছে৷ বরাবরের অভ্যাস মতো লেডিস কামরায় উঠি৷ কিন্তু কামরায় ওঠার পরই রেলের কিছু কর্মী ভীষণ বাজে ব্যবহার করা শুরু করেন৷ এরকমও বলে গায়ে হাত দিয়ে নামাতে না পারলে আমাদের লাথি মারতে মারতে নামিয়ে দেওয়া হবে৷ অসভ্য, অভদ্র, ইতর, ছোটলোক এবং আরও অনেক বাজে ভাষা ব্যবহার করেছে যা আমার পক্ষে বলা সম্ভব নয়৷’
আরও পড়ুন: নন্দীগ্রামে তৃণমূলকর্মী খুনে সিআইডি-র জালে বিজেপি কর্মী
স্টাফ স্পেশাল ট্রেনের দু’টি কামরা রেলকর্মীদের জন্য সংরক্ষিত৷ কিন্তু সেই কামরা দুটি কোনটি তা বোঝা মুশকিল৷ কোথাও লেখা থাকে না, এই কামরাটি রেলকর্মীদের জন্য সংরক্ষিত৷ মহিলা যাত্রীদের অভিযোগ, প্রতিদিন তাঁরা স্টাফ স্পেশাল ট্রেনে যাতায়াত করেন৷ রেলের বহু কর্মী তাঁদের সঙ্গে সহযোগিতা করেন৷ কিন্তু ফেরার সময় কয়েকজন রেলকর্মী এরকম বাজে ব্যবহার করছে৷ আরপিএফও রেলকর্মীদের কিছু বলে না৷
বিজয়া দাস নামে এক মহিলা যাত্রীর অভিযোগ, প্রত্যেকদিন অভদ্র ভাষায় গালিগালাজ করে রেলকর্মীরা৷ আজ ট্রেন থেকে ফেলে দেওয়ার মতো অবস্থা তৈরি করে৷ এরকম চললে ট্রেনে ওঠা মুশকিল৷ রেলকর্মীদের আচরণের নিন্দা করেছেন অন্যান্য যাত্রীরা৷ অভিযুক্ত রেলকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তাঁরা৷