প্রয়াত প্রাক্তন আইপিএস ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী রচপাল সিং (Rachpal Singh)। বৃহস্পতিবার সকালে কলকাতায় মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ”বিশিষ্ট রাজনীতিবিদ রচপাল সিংয়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি রচপাল সিংয়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
প্রাক্তন আইপিএস রচপাল সিং ২০১১ সালে হুগলির তারকেশ্বর কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। এই অঞ্চলের উন্নয়নে তাঁর বিশেষ অবদান রয়েছে। তিনি রাজ্য সরকারের পর্যটন দফতর এবং পরিকল্পনা দফতরের মন্ত্রী এবং ওয়েষ্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন-এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও প্রশাসনিক জগতে শূন্যতার সৃষ্টি হল বলে জানান মুখ্যমন্ত্রী।
বেশ কিছু দিন ধরে তিনি শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। তাঁর ডায়ালিসিস চলছিল। গত মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আজ, বৃহস্পতিবার ভোর ৪টে ৩০ মিনিট নাগাদ রচপাল সিং মারা যান। এলগিন রোডের গুরুদ্বারা তাঁর মরদেহ নিয়ে আসা হয়।