কলকাতা : চিকিৎসা পরিষেবায় গাফিলতির শাস্তি। দমদম আইএলএসকে বারাসতের কিশলয় হোমের বাচ্চাদের সপ্তমীর দিন ভালোমন্দ খাওয়াতে হবে। নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশন।
গত ৭ মার্চ ৭২ বছর বয়সী কোমরর্বিডিটি রোগী শ্যামসুন্দর বেদিয়া আইএলএস সল্টলেক হাসপাতালে ভর্তি হন। ৩ মার্চ ওই রোগীর করোনা রিপোর্ট নেগেটিভ থাকলেও হাসপাতালে ভর্তির পর রিপোর্ট পসেটিভ আসে।
হাসপাতালের বক্তব্য কোভিড চিকিৎসায় তাদের ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো নেই। তবে, রোগীকে কোনও ভাবে ফেরানো যাবে না বলে সরকারি নির্দেশ রয়েছে। কমিশনের বক্তব্য পরিকাঠামো যদি না থাকে তাহলে হাসপাতাল তাদের হাওড়া অথবা দমদম ব্রাঞ্চে রোগীকে পাঠিয়ে দিতে পারত। যেখানে করোনার চিকিৎসা হচ্ছে।
আরও পড়ুন- কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতি নিয়োগে চুপ কেন্দ্র
এই বিষয়ে হাসপাতালের বক্তব্য রোগীর বাড়ির লোকেরা তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যান। সেক্ষেত্রে বেড চার্জ বাবদ কিছু টাকা বেশি নেওয়া হয়েছে। এক্ষেত্রে ৪৭০০ টাকা হাসপাতালকে ফেরত দিতে বলেছে স্বাস্থ্য কমিশন।
আরও পড়ুন- বালি খাদান দুর্নীতি নিয়ে রুষ্ট মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী
এছাড়া চিকিৎসা পরিষেবায় এরকম গাফিলতির জন্য আইএলএস দমদম হাসপাতালকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলটি পালন করার করার নির্দেশ দিয়েছেন কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়। দু’পক্ষের কথা শুনে হাসপাতালকে ১২ অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর সপ্তমীর দিন কিশলয় হোমের শিশুদের নিয়ে এই বিশেষ ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।