পিআরএস-এর (Passenger Riservation System) ডাউনটাইম কাজের জন্য ৩ ঘন্টা বন্ধ থাকবে পিআরএস সংক্রান্ত সকল পরিষেবা। পিআরএস পরিষেবার অন্তর্গত নেট বুকিং, অনুসন্ধান, টিকিট বুকিং সংক্রান্ত একাধিক কাজ হয়ে থাকে। কিন্তু শনিবার ডাউনটাইম কাজের জন্য রাত ১১টা ৪৫ মিনিট থেকে ২টো ৪৫ মিনিট পর্যন্ত ভারতীয় রেলের ৬টি জোনে মিলবে না টিকিট বুকিং সংক্রান্ত কোনো পরিষেবা। এই ৬টি জোন হল পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, পূর্ব কোস্ট রেল, দক্ষিণ-পূর্ব-মধ্য রেল, উত্তর-পূর্ব ফ্রন্ট এয়ার রেল এবং পূর্ব-মধ্য রেল।