ওয়েবডেস্ক: আজ ওয়াকফ বিল ইস্যুতে (Waqf Bill Issue) নেতাজি ইন্ডোর (Netaji Indoor) থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারকে (Cenral Government) নিশানা করে বলেন, ওয়াকফ নিয়ে প্ররোচনামূলক কথা হয়েছে। বিজেপি ফেক নিউজ ছড়াচ্ছে। ওয়াকফ নিয়ে এত তাড়াহুড়ো কিসের ছিল? সংবিধান সংশোধন না করে কেন ওয়াকফ আইন পাস করা হল?
মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, অশান্তিতে বাংলাদেশের হাত থাকলে,তার জন্য দায়ী কে? ভরসা রাখুন হিন্দু-মুসলমানের বিভাজন হতে দেব না, ইমাম মোয়েজ্জেমদের বার্তা মমতার।
বাংলার কথা বলে অন্য রাজ্যের ভিডিও দেখানো হচ্ছে, কেউ অশান্তি করতে এলে তাকে আটকান। বিভাজনের রাজনীতি দেশকে টুকরো করে দেবে, এর জন্য দায়ী বিজেপি সরকার। বিজেপির কথায় অশান্তি হলে তা রুখে দিন।
আরও পড়ুন: ধুলিয়ানে যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী
মুখ্যমন্ত্রী বলেন,আম্বেদকরের তৈরি সংবিধান মানা হচ্ছে না, সংবিধানকে ভেঙে টুকরো টুকরো করা হচ্ছে।
আমি সর্বধর্মে বিশ্বাস করি, হিন্দু-মুসলমানের মধ্যে বিভাজনের চেষ্টা করা হচ্ছে, বিভাজন না করে ঐক্য তৈরি করার চেষ্টা করুন। ভাগ না করে বিজেপি ভারতকে জোড়ো। এই বিভাজনের রাজনীতি দেশকে টুকরো টুকরো করে দেবে।
মুখ্যমন্ত্রীর হুঙ্কার প্রধানমন্ত্রীকে বলব, সব এজেন্সি অমিত শাহের হাতে, বিষয়টা দেখুন।
দেখুন অন্য খবর-