ওয়েব ডেস্ক : বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভ (Protest)। চালক ও খালাসিদের প্রতিবাদে উত্তাল বজবজ (Budge Budge)। বিক্ষোভের মাঝে এলপিজি সিলিন্ডারের ক্যাপ খুলে বিক্ষোভ দেখানোর অভিযোগ। এর জেরে সিলিন্ডার থেকে নির্গত গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তৈরি হয়েছিল দুর্ঘটনার আশঙ্কাও। অবশেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতার করা হয় ৯০ জন বিক্ষোভকারীকে।
বিক্ষোভকারীদের পরিবারের অভিযোগ, বজবজে ইন্ডিয়ান অয়েলের (Indian Oil) বটলিং প্ল্যান্টের চালক ও খালাসিদের অনেকদিন ধরে মজুরি দেওয়া হচ্ছে না। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথাও হয়েছিল তাদের। মঙ্গলবার এ নিয়ে কর্তৃপক্ষ ও কর্মীদের মধ্যে একটি বৈঠক হয়েছে। তবে অভিযোগ, সেই বৈঠক চলাকালীন বেশ কিছু চালক ও খালাসিদের মারধর করা হয়। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা।
আরও খবর : চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে ডেকে পাঠাল বিধাননগর পুলিশ
বজবজ-পূজালি রোডে বিক্ষোভ চলাকালীন ভর্তি সিলিন্ডারের ক্যাপ খুলে দেওয়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। সেই সময় সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হওয়ায় আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে সেখানে আসে বজবজ থানার পুলিশ ও ডায়মন্ড হারবার জেলা পুলিশের এসপি রাহুল গোস্বামী। বিক্ষোভ থামাতে নামানো হয় র্যাফ। ঘটনায় ৯০ জনকে গ্রেফতার করেছে পুলিশ
এখনও অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে সেখানে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। এলাকায় বাহিনী টহল দিচ্ছে বলেও জানা গিয়েছে। এই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘বিক্ষোভে শ্রমিকরা সিলিন্ডার থেকে গ্যাস রাস্তায় ছেড়ে দিয়েছিল, তা ভয়াবহ রূপ নিতে পারত। একটি আগুনের স্ফুলিঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারত।
দেখুন অন্য খবর :