ওয়েবডেস্ক- শহর কলকাতায় (Kolkata) ধাপা (Dhapa) সংলগ্ন আরও বেশ কিছু এলাকা জুড়ে, প্রসেসিং প্লান্ট (Processing plant) গড়ে তোলা হবে, এমনটাই জানালেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) । মেয়র বলেন, ধাপা আর আগের মত ময়লা বা আবর্জনা ফেলে পাহাড় তৈরি করা হবে না। এই প্রসেসিং প্লান্টে, ময়লা আবর্জনা সেক্রিকেট করার মাধ্যমে বায়ো ওয়েস্ট এবং বায়ো ডিগ্রেডেবল ওয়েস্ট আলাদা করে প্রসেসিং প্লান্টের মাধ্যমে প্রসেস করা হবে।
বায়ো ওয়েস্ট প্রসেসিং করে প্রসেসড ওয়েস্ট মেটিরিয়াল, বায়োফার্টিলাইজার তৈরি করার প্লান্টে পাঠিয়ে দেওয়া হবে। বায়ো-ডিগ্রেডেবল ওয়েস্ট প্রসেস করার মাধ্যমে সেগুলি রাস্তা নির্মাণ রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। শহর কলকাতার আবর্জনার পাশাপাশি পানিহাটি হাওড়া বিধান নগর সহ একাধিক পুরো এলাকার ওয়েস্ট মেটিরিয়াল ধাপায় ফেলা হয়।
আরও পড়ুন- মীরজাফর থেকে সাবধান হন, মোদিকে বার্তা মমতার
উল্লেখ্য, শহরের বর্জ্য ব্যবস্থাপনা উদ্বেগে রাজ্য সরকার। প্রতিদিনই বেড়ে চলা বর্জ্যের চাপ কমাতে
নিয়ে ক্রমশই বড় চাপের মুখে পড়ছে কলকাতা। প্রতি দিন বেড়ে চলা বর্জ্যের চাপ সামলাতে প্রসেসিং প্লান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। এই পরিস্থিতিতে তৎপর কলকাতা পুরসভা।
দেখুন আরও খবর-