কলকাতা: বিশ্বভারতীর আঁচ এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও। হস্টেল খোলার দাবিতে অচলাবস্থা প্রেসিডেন্সিতে। সোমবার হিন্দু হস্টেল এবং গার্লস হস্টেল খোলার দাবিতে বিকেল ৪টে থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ শুরু করে হস্টেলের আবাসিক পড়ুয়ারা। ঘেরাও করা হয় ডিন অরুণকুমার মাইতিকেও।
বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, করোনাবিধি বেশ কিছুটা শিথিল হয়েছে। স্কুল-কলেজ খুলে গিয়েছে। অথচ বন্ধ রয়েছে প্রেসিডেন্সির ছাত্রাবাস। তাই হস্টেল খোলার দাবিতে সোমবার উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। আন্দোলকারী ছাত্র-ছাত্রীদের বক্তব্য, জেলা ও মফসসলের পড়ুয়ারা ক্লাস করবেন হোস্টেল না খুললে তাঁরা থাকবেন কোথায়? তাঁদের স্বার্থেই অবিলম্বে হস্টেল খুলে দেওয়া উচিত।
বিক্ষোভরত পড়ুয়ারা আরও জানিয়েছেন, যতক্ষণ না হিন্দু এবং গার্লস এই দুটি হোস্টেল পড়ুয়াদের জন্য খুলে দেওয়া হবে। অথবা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে উপাচার্য এসে নিজে পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন ততক্ষণ চলবে তাঁদের বিক্ষোভ।
আরও পড়ুন- Viswa Bharati: অশান্তি অব্যাহত শান্তিনিকেতনে, উপাচার্যের বাড়ি ঘেরাও এবিভিপির
করোনা পরিস্থিতিতে প্রায় দু’বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি। ক্লাস থেকে পরীক্ষা সবই চলছিল অনলাইনে। তবে, বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই অফলাইনে শুরু হয়েছে ক্লাস। ফলে, বিভিন্ন জায়গা থেকে পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়মুখী হতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হস্টেল না খোলায় সমস্যায় পড়েছেন তাঁরা।