হাওড়া: অশান্তির জের। সরানো হল হাওড়া সিটি পুলিস কমিশনার সি সুধাকরকে। তাঁর বদলে নতুন কমিশনার হলেন প্রবীণকুমার ত্রিপাঠি। সি সুধাকরকে বর্তমানে কলকাতা পুলিসের জয়েন্ট সিপি পদে দেওয়া হয়েছে। পদ থেকে সরানো হয়েছে গ্রামীণ পুলিস সুপার সৌম রায়কেও। তাঁকে বদল করে পাঠানো হয়েছে দক্ষিণ-পশ্চিম কলকাতা পুলিসের ডিসিপি পদে।
গত বিধানসভা নির্বাচনের আগে সৌম রায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সৌম রায়কে গ্রামীণ পুলিস সুপারের পদ থেকে সরিয়ে দেওয়া হল। ওই পদে এলেন স্বাতী ভাঙ্গালিয়া। যিনি দক্ষিণ-পশ্চিম কলকাতা পুলিসের ডিসিপি পদে ছিলেন। প্রবীণকুমার ত্রিপাঠি এত দিন ছিলেন কলকাতা পুলিসের অতিরিক্ত কমিশনার। মুখ্যমন্ত্রী-নবান্নের আস্থাভাজন প্রবীণ ত্রিপাঠিকে হাওড়ার কমিশনার পদে নিয়ে এসে বর্তমান জটিল পরিস্থিতি মোকাবিলার চেষ্টা শুরু করল রাজ্য।
গত তিনদিন ধরে গোটা রাজ্যের পাশাপাশি হাওড়ার পরিস্থিতি অতিমাত্রায় উদ্বেগজনক। রাস্তা অবরোধের পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভাঙচুর হয়েছে বাড়িঘর। বেশ কিছু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি কঠোর হাতে মোকাবিলা করার কথা আগেই জানিয়েছেন রাজ্য সরকার। এদিন পুলিসের চার শীর্ষকর্তার বদল সেই পদক্ষেপেরই অঙ্গ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- Sukanta Majumdar:সুকান্ত গ্রেফতার হতেই লালবাজারে অগ্নিমিত্রা, জেলায় জেলায় বিক্ষোভ বিজেপির