কলকাতা: দুর্ঘটনার পাঁচ বছর পর পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ভেঙে পড়া পোস্তা উড়ালপুলের বাকি অংশ ভাঙা নিয়ে শনিবার কলকাতা পুরসভায় পূর্ত-দফতরের আধিকারীকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন পুরপ্রশাসক ফিরহাদ হাকিম। বিকেল ৩টে নাগাদ বৈঠক করবেন তিনি। উপস্থিত থাকবেন কে.এম.ডি-এর ইঞ্জিনিয়রাও। ২০১৬ বিধানসভা নির্বাচনের আগে ভেঙে পড়েছিল উড়ালপুলের একাংশ। মৃত্যু হয়েছিল ২৮ জন পথচারীর। উড়ালপুল ভাঙার কাজের পরিকল্পনার জন্য একটি মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি তৈরি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়। খড়গপুর আইআইটি’র বিশেষজ্ঞরা উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। রিপোর্ট অস্পষ্ট থাকায় প্রখ্যাত ব্রিজ বিশেষজ্ঞ ভি কে রায়নাকে দায়িত্ব দেয় রাজ্য সরকার।
আরও পড়ুন: ৩৮ হাজারের উপরে দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে কেরল-মহারাষ্ট্র
এরপরেই তাঁর পরামর্শে উড়ালপুলের বাকি অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় সরকার। পুরসভার তরফে জানানো হয়েছে, উড়ালপুলের অংশ ভাঙার সময় বন্ধ থাকছে পোস্তা থেকে গিরিশ পার্ক পর্যন্ত রাস্তা। বিশেষজ্ঞদের অনুমান, প্রায় দু মাসের মতো সময় লাগবে উড়ালপুল ভাঙতে। পোস্তা উড়ালপুল তৈরির সময় আপত্তি জনিয়েছিলেন স্থানীয় বাসিন্দরা। উড়ালপুলের ভবিষ্যত নিয়ে ধোঁয়াশায় ছিলেন তারা। বিভিন্ন দফতরে আবেদন করেও স্থায়ী সমস্যার সমাধান হয়নি। ভেঙে পড়া উড়ালপুলের বাকি অংশ বিপজ্জনকভাবে ঝুলে থাকায় সমস্যার মধ্যে পড়েন অনেকেই। ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছিলেন তারা। উড়ালপুল ভাঙার সিদ্ধান্তে স্বস্তি মিলেছে তাদের।