কলকাতা: দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলি এবার থেকে অনলাইনে দলের বার্ষিক হিসেব পাঠাতে পারবে। জাতীয় নির্বাচন কমিশনের (National Election Commission) পক্ষ থেকে সোমবার সমস্ত রাজনৈতিক দলগুলিকে এই সংক্রান্ত বিষয়ে চিঠি পাঠান হয়েছে। জনপ্রতিনিধিত্ব আইনের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক রাজনৈতিক দলই এই হিসেব নির্বাচন কমিশনকে জমা দেন। বেশ কিছু অভিযোগ আসার পর এবার থেকে অনলাইন প্রথা চালু হল। একটি বিশেষ পোটালের মাধ্যমে এই হিসেব জমা দেওয়া যাবে বলে নির্বাচন কমিশন জানিয়েছেন। রাজনৈতিক দলগুলি প্রয়োজন মনে করলে প্রতি তিন মাস অন্তর এই হিসেব জমা দিতে পারেন। এর সঙ্গে সঙ্গে অফলাইন যে হিসেব জমা দেওয়ার যে নিয়ম রয়েছে তাও সমান্তরালভাবে চালু থাকবে।