মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযানে সাফল্য পেল কলকাতা পুলিশ। গত দুদিনে পুলিশি অভিযানে উদ্ধার হলো ৫৫ কোটি টাকার মাদক। পুলিশের জালে গ্রেফতার ৪।
সূত্রের খবর, গত ১৩ তারিখ অভিযান চালিয়ে মাদক পাচারে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। যাদের একজনের বাড়ি মালদায় এবং অন্যজন মনিপুরের বাসিন্দা। ধৃতদের নাম মোঃ ইসমাইল সেখ ও অভিষেক সালাম । তাদের থেকে উদ্ধার হয় দুই কেজির বেশি মাদক। আন্তর্জাতিক বাজারে যার মূল্য পাঁচ কোটি টাকা।
ধৃতদের জেরা করেই মালদার গাজোলে আরও এক মাদক কারবারীদের ডেরার খোঁজ পায় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ১০ কেজির বেশি মাদক। আন্তর্জাতিক বাজার মূল্য ৫০ কোটি টাকা।
ধৃত সুমিত আলী পাত্র এবং ললিত সাহানি কে এদিন আদালতে তোলা হয়। এদেরকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায়।
এত বড় কন্সাইনমেন্ট কোথা থেকে এসেছে এবং কোথায় কোথায় এগুলোর সাপ্লাই হবে তা জানতেই অভিযুক্তদের জেরা করবে গোয়েন্দারা। এই মাদক পাচার চক্রের মূল পান্ডা কে? তাদের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে? তা জানতেই ধৃতদের জেরা করছে পুলিস।