কলকাতা: ভরদুপুরে হাড়কাঁপানো হত্যাকাণ্ডের সাক্ষী থাকল খাস কলকাতা। এক পুলিস কনস্টেবলের রাইফেলের গুলিতে প্রাণ গেল এক মহিলার। জখম আরও দুই পথচারী। পরে মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই পুলিস কনস্টেবল। ঘটনাস্থল পার্কসার্কাসের বেকবাগান। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অফিসের অদূরেই শুক্রবার বেলা দেড়টা নাগাদ এই ঘটনার আকস্মিকতায় হতবাক সকলে।
পুলিস মৃতদেহ ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। পুলিস জানিয়েছে, মৃত মহিলার নাম রিমা সিংহ (৩০)। তিনি হাওড়ার দাসনগরের বাসিন্দা। নিহত কনস্টেবল চোডুপ লেপচা কলকাতা পুলিসের পঞ্চম ব্যাটালিয়নের কনস্টেবল। জখম দুজনের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। তাঁরা হলেন, মহম্মদ সরফরাজ এবং এম বসির আলম। বসিরের পিঠে গুলি লেগেছে। সরফরাজের হাত ছুঁয়ে গুলি বেরিয়ে যায়। তিনি একটি ফুড ডেলিভারি সংস্থার কাজে স্কুটিতে চেপে যাচ্ছিলেন। রিমাও স্কুটিতে করেই কর্মস্থলে যাচ্ছিলেন।
দুপুর দেড়টার সময় তুমুল ব্যস্ততা জনবহুল বেকবাগান এলাকায়। হঠাৎই একের পর এক গুলির শব্দে চমকে ওঠেন পথচারীরা। দেখা যায়, পুলিসের পোশাক পরা এক যুবক নিজের রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে। পাশ দিয়েই স্কুটিতে যাচ্ছিলেন রিমা। একটি গুলি লাগে তাঁর গায়ে। তিনি স্কুটি থেকে লুটিয়ে পড়েন। ওই সময়ই স্কুটিতে রাস্তা পার হচ্ছিলেন ডেলিভারি বয় সরফরাজ। একটি গুলি লাগে তাঁরও পিঠে। তিনিও রাস্তায় পড়ে যান। হেঁটে যাচ্ছিলেন বসির আলম। রাইফেলের গুলি তাঁর হাত ছুঁয়ে বেরিয়ে যায়। সব শেষে পুলিস কনস্টেবল চোডুপ লেপচা নিজের গলায় গুলি চালান। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। রাইফেলটি পাশেই পড়েছিল।
আরও পড়ুন: Jagdeep Dhankhar: আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে রাতের মধ্যেই মুখ্যসচিবের রিপোর্ট চান রাজ্যপাল
গোটা ঘটনাটি ঘটে মিনিট পাঁচ-সাতেকের মধ্যে। স্থানীয়রা জখম দুজনকে হাসপাতালে নিয়ে যান। মৃতদেহ দুটি পড়ে থাকে রাস্তাতেই। খবর পেয়ে পুলিস আসে ঘটনাস্থলে। আসেন পদস্থ পুলিস কর্তারা। হাজির হন পুলিস কমিশনার বিনীত গোয়েলও। কেন আচমকা চোডুপ এমন কাণ্ড ঘটালেন, তার কোনও ব্যাখ্যা মিলছে না। পুলিস সূত্রের খবর, ছুটি কাটিয়ে শুক্রবারই তিনি কাজে যোগ দেন। এদিনই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে তাঁর প্রথম ডিউটি ছিল। সহকর্মীদের মধ্যে কেউ কেউ জানান, চোডুপ বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন। সেই কারণেই এই কাণ্ড কি না, খতিয়ে দেখেছে পুলিস। পুলিস কমিশনার ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চাননি।