বিধাননগর: সাইবার ক্রাইমের ঘটনা এখন হামেশাই হচ্ছে। এবার সরাসরি পুলিশ কর্তার মেয়ের সঙ্গে এই ঘটনা। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত। সোশ্যাল মিডিয়া সাইটের বিভিন্ন আইডি থেকে অশ্লীল ছবি, কুরুচিকর মন্তব্য পোস্ট করা হত বলে অভিযোগ। গ্রেফতার প্রাক্তন কাউন্সিলরের ছেলে অর্ঘ্যদীপ কুন্ডু। বারাসাত থেকে শনিবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
আরও পড়ুন: এসটিএফের জালে ৩ বাংলাদেশি জঙ্গি
পুলিশ সূত্রে খবর, গত মাসের ১২ তারিখে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এক পুলিশ কর্তার মেয়ে লিখিত অভিযোগ জানায়। তাঁর অভিযোগ, কোনও এক ব্যক্তি গভীর রাত পর্যন্ত একাধিক নম্বর থেকে কল করে অশালীন মন্তব্য করত। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া সাইটে বিভিন্ন ধরনের অশালীন মেসেজ করত। এরপর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। উদ্ধার হয় ওই ব্যক্তির আসল পরিচয়। উত্তরপাড়ার ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপক কুন্ডুর ছেলে অর্কদ্বীপ কুন্ডুকে বারাসাত থেকে গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
আরও পড়ুন: হিউম্যান রাইটস অফিসার পরিচয়ে প্রতারণায় গ্রেফতার
ধৃতকে রবিবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। আদালত ধৃতকে ২ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। অভিযোগকারী মহিলা ধৃত অর্কদ্বীপ কুন্ডুর পূর্ব পরিচিত কিনা? থাকলেও তাঁদের মধ্যে ঠিক কী সম্পর্ক ছিল? অর্কদ্বীপ কুন্ডুর নামে এর আগেও এ ধরনের কোনও অভিযোগ জানানো হয়েছে কিনা এই সমস্ত বিষয়ে তদন্ত করবে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।