কলকাতা: কলকাতার (Kolkata) মেছুয়া বাজার এলাকার বহুতল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে (Mechua Bazar Fire) ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। ধোঁয়ায় দম আটকে ১৩ জন মারা গিয়েছেন, আতঙ্কিত হয়ে কার্নিশ ঝাঁপ দিয়ে বেঘোরে প্রাণ হারিয়েছেন একজন। জানা গিয়েছে, মৃতদের মধ্যে দু’জন নাবালক-নাবালিকাও রয়েছেন। আর এবার এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই সঙ্গে মৃতদের পরিবারের জন্য ঘোষণা করলেন ক্ষতিপূরণও।
সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে মৃতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। পাশাপাশি তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন। এছাড়াও, এই মর্মান্তিক দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদি।
আরও পড়ুন: জতুগৃহ বহুতল! ধোঁয়ায় দমবন্ধ একের পর এক মৃত্যু, আহত বহু
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মেছুয়া বাজার সংলগ্ন ওই হোটেলে আগুন লাগে। সেইসময় হোটেলের ভেতরে ছিলেন ৮৮ জন অতিথি। ভয়াবহ আগুনের কবলে পড়ে প্রাণ বাঁচাতে দু’জন কর্মী নিচে ঝাঁপ দেন। তাদের মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। প্রায় আট ঘণ্টার নিরবচ্ছিন্ন চেষ্টার পর দমকল কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। তারপর হোটেলের ভেতর থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার হয়।
কলকাতায় অগ্নিকান্ডে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। যারা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া…
— PMO India (@PMOIndia) April 30, 2025
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। মেয়র জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিঘা থেকে ফোনে ঘটনার খোঁজখবর নেন ও উদ্ধারকাজ ত্বরান্বিত করার নির্দেশ দেন। ইতিমধ্যেই কলকাতা পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আগুন লাগার পর থেকে হোটেলের মালিক পলাতক রয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
দেখুন আরও খবর: