কলকাতা: শহীদ দিবসের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে উদ্বোধন করবেন (PM to inaugurate Biplobi Bharat gallery) বিপ্লবী ভারত গ্যালারি। বুধবার সন্ধে ৬টা নাগাদ ভার্চুয়ালি ওই গ্যালারির উদ্বোধন করবেন তিনি। অনুষ্ঠান চলাকালীন ওই সমাবেশে (Shaheed Diwas) ভাষণও দেবেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার ৭৫ বছর পূর্তির আগে এই বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।
১৯৪৭ সাল থেকে ঘটে যাওয়া স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ সংক্রান্ত ঘটনাগুলি প্রদর্শিত হবে বিপ্লবী ভারত গ্যালারিতে (Biplobi Bharat gallery)। স্বাধীনতা সংগ্রামে বিপ্লবীদের অবদান, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তাঁদের সশস্ত্র প্রতিরোধ, সবকিছুই বিস্তারিতভাবে তুলে ধরা হবে ওই গ্যালারিতে।
PM @narendramodi to inaugurate Biplobi Bharat Gallery at #VictoriaMemorial Hall, #Kolkata at 6 PM via video conferencing. Prime Minister will also address the gathering during the event #ShaheedDiwas
WATCH: https://t.co/OMQBegLX1c pic.twitter.com/uja6tXyU2t— DD News (@DDNewslive) March 23, 2022
বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) টুইট করে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে লেখেন,মাতৃভূমির জন্য তাঁদের প্রাণত্যাগ সর্বদা দেশবাসীকে অনুপ্রাণিত করবে।
शहीद दिवस पर भारत माता के अमर सपूत वीर भगत सिंह, सुखदेव और राजगुरु को कोटि-कोटि नमन। मातृभूमि के लिए मर मिटने का उनका जज्बा देशवासियों को सदैव प्रेरित करता रहेगा। जय हिंद!
— Narendra Modi (@narendramodi) March 23, 2022
২৩ মার্চ ভারতে শহীদ দিবস হিসেবে পালিত হয়। ১৯৩১ সালের এই দিনে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু, এই তিন স্বাধীনতা সংগ্রামীকে ফাঁসি দিয়েছিল ব্রিটিশ সরকার। তাঁদের স্মরণ করেই এই দিনটি বিশেষ দিন হিসেবে পালন করা হয়। এই দিনেই কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে খুলে দেওয়া হচ্ছে বিপ্লবী ভারত গ্যালারি।
পিএমও সূত্রে দাবি করা হয়েছে, বিপ্লবী ভারত গ্যালারি রাজনৈতিক পটভূমিকে চিত্রিত করবে যা বিপ্লবী আন্দোলনের সূত্রপাত করেছিল। বিপ্লবী আন্দোলনের জন্ম, সংগ্রামীদের দ্বারা উল্লেখযোগ্য সমিতি গঠন, আন্দোলনের প্রসার, ভারতীয় জাতীয় সেনাবাহিনী গঠন, নৌ বিদ্রোহের অবদানকে তুলে ধরবে এই গ্যালারি। দেশের সকল প্রান্তের বিপ্লবীদের ঠাঁই দেওয়া হয়েছে এখানে। ঋষি অরবিন্দ থেকে শুরু করে রাজগুরু, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন সকলের সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে।
23rd March is a special day for us all as we observe Shaheed Diwas. At 6 PM tomorrow, will inaugurate the Biplobi Bharat Gallery at Victoria Memorial Hall, Kolkata via VC. It will showcase the contributions of those who devoted their lives for our freedom. https://t.co/DTu1bWR6mL pic.twitter.com/q7LX72WuCi
— Narendra Modi (@narendramodi) March 22, 2022