কলকাতা: আরও দামি হল জ্বালানি তেল। মঙ্গলবার লিটার প্রতি পেট্রলের দাম বাড়ল ৮৩ পয়সা। শহরে প্রতি লিটার পেট্রলের নতুন দাম হল ১১৪ টাকা ২৮ পয়সা। একইসঙ্গে লিটারপ্রতি ডিজেলের দাম বাড়ল ৮০ পয়সা। শহরে সেঞ্চুরির দোড়গোরায় ডিজেলের দাম। প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে ৯৯.০২ টাকা। গত ১৫ দিনে ১৩ বার দাম বাড়ল জ্বালানি তেলের।
দেখে নেওয়া যাক শহরভিত্তিক পেট্রোল ও ডিজেলের দাম:
শহর পেট্রোল ডিজেল
দিল্লি ১০৪ টাকা ৬১ পয়সা ৯৫ টাকা ৮৭ পয়সা
মুম্বই ১১৯ টাকা ৬৭ পয়সা ১০৩ টাকা ৯২ পয়সা
কলকাতা ১১৪ টাকা ২৮ পয়সা ৯৯ টাকা ০২ পয়সা
গত মার্চে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের পর থেকেই চড়চড়িয়ে বাড়ছে তেলের দাম৷ এপ্রিলেও বিরাম নেই৷ বিরোধীদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। বিরোধীদের এই ধরনের মন্তব্যের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে অর্থ বিলের উপর বিতর্কের সময় বলেন, “বিশ্বব্যাপী যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই যুদ্ধের পরিস্থিতির কারণে দাম বাড়ছে এবং এর সঙ্গে নির্বাচনের কোনও যোগ নেই।
আরও পড়ুন: Weather Update: প্যাচপ্যাচে গরম, স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস
ভোট মিটতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করেছিল অনেকেই। সেই আশঙ্কাকে সত্যি করে বাড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। পাশাপাশি ৫০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দামও। একদিকে পেট্রোল-ডিজেল, অন্যদিকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় অনেকটাই চিন্তিত সাধারণ মানুষ।