কলকাতা: ২০ তারিখ, মঙ্গলবার প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল। এবছর রেকর্ড গড়েছে পাশের হার। সর্বোচ্চ নম্বর উঠেছে ৬৯৭। মোট ৭৯ জন এই নম্বর পেয়েছেন। এবছর পাশ করেছেন ১০০ শতাংশ পরীক্ষার্থী। সকাল ৯ টায় ডিরোজিও ভবনে সাংবাদিক সম্মেলন করে জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ১০ টা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এবছর মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৮৯ হাজার ৭৪৯ জন।
আরও পড়ুন: সুস্থ হচ্ছে দেশ, ১২৫ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ
মেধা তালিকা প্রকাশ না হওয়ায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় কারা হলেন তা জানা যায়নি। যে ওয়েবসাইটগুলোর মধ্যে দিয়ে ফল জানা যাবে তা হল – www.wbbse.wb.gov.in, www.exametc.com , http://wbresults.nic.in । এই ওয়েবসাইটগুলো থেকে রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে ফল জানা যাবে। পরীক্ষা না হওয়ায় এবার মেধাতালিকা প্রকাশিত হবে না। স্কুল থেকে মার্কশিট নিতে হবে অভিভাবকদের। এবছর মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিল ৪ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ছাত্রী ছিল ৬ লাখ ১৩ হাজার ৮৪৯ জন।
আরও পড়ুন: প্রকাশিত মাধ্যমিকের ফল, জেনে নিন ওয়েবসাইটগুলি
করোনা পরিস্থিতির জেরে বাতিল হওয়া মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আগে বিতরণ করা হয়নি। এবারে ছাত্র-ছাত্রীদের মার্কশিটের সঙ্গেই অ্যাডমিট কার্ড দেবে পর্ষদ। নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার মার্কশিট ও দশম শ্রেণির অভ্যন্তরীন মূল্যায়ণ ৫০-৫০ শতাংশ হারে নিয়ে মার্কশিট তৈরি হবে। মোট ৪৯ টি ক্যাম্প অফিস থেকে সমস্ত স্কুলগুলির হাতে মার্কশিট ও ডকুমেন্ট তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কল্যাণময়বাবু। কোভিড পরিস্থিতির জন্য এ বছরের মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়েছিল।