কলকাতা: বঙ্গোপসাগরে নিম্নচাপ। শহর জুড়ে চলছে ভারী বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের জেরেই মধ্য কলকাতায় ভেঙে পড়ল একটি পুরানো বাড়ির একাংশ। ২০, কৈলাস কবিরাজ লেনের প্রায় এক-দেড়শ বছরের পুরানো।
বাড়িটি ভেঙে পড়ে বৃহস্পতিবার সকালে। বাড়িটির আরেকাংশ লকদাউনের সময় ভেঙে পড়েছিল। তখনই বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করে প্ল্যাস্টিক টাঙ্গিয়ে দেওয়া হয়েছিল। এরপর বৃহস্পতিবার সকালে আবারও ভেঙে পড়ে বাড়িটির বারান্দা।
এরপর বৃহস্পতিবার সকালে আবারও ভেঙে পড়ে বাড়িটির বারান্দা। উপরের বারান্দা ভেঙে পড়লে তার সঙ্গে নিচের বারান্দাটাও ভেঙে পড়ে। ফলে বন্ধ হয়ে যায় বাড়ির দরজা। প্রায় ৩ ঘণ্টা আটকে পড়েন লোকজন।
আরও পড়ুন- ছাত্র বিক্ষোভ রুখতে ক্যাম্পাসে বাউন্সার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে বিতর্ক
বারান্দায় একজন ছিল তিনি দুর্ঘটনায় আহত হয়েছেন। লকডাউনের পড়ে দ্বিতীয়বার আবারও ভেঙ্গে পড়ায় স্বাভাবিক ভাবেই আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।