কলকাতা: টলি অভিনেত্রী পল্লবী দের রহস্যমৃত্যু মামলায় রবিবার সাগ্নিকের বান্ধবী ঐন্দ্রিলা মুখার্জিকে ডেকে পাঠাল পুলিস। জিজ্ঞাসাবাদের জন্য এদিন দুপুর ২টোর মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। তবে এদিনও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়াল ঐন্দ্রিলা। সূত্রের খবর, অসুস্থতার কারণেই গড়ফা থানায় গিয়ে হাজিরা দিতে পারেনি সাগ্নিকের বান্ধবী। তবে ঐন্দ্রিলার আইনজীবী গড়ফা থানায় এসে পুলিসের সঙ্গে কথা বলেন।
পল্লবী মারা যাওয়ার পর তাঁর পরিবারের অভিযোগ ছিল, সাগ্নিক ও তাঁর বান্ধবী ঐন্দ্রিলা প্ল্যান করে খুন করেছে পল্লবীকে। পুলিসের কাছে দায়ের করা এফআইআরে নাম ছিল ঐন্দ্রিলার। সে কারণেই ঐন্দ্রিলাকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিস। এর আগেও অসুস্থতার কারণ দেখিয়ে পুলিসি তলব এড়ায় সাগ্নিকের বান্ধবী। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
গড়ফা থানা এলাকায় এক ফ্ল্যাট ভাড়া নিয়ে প্রেমিক সাগ্নিকের সঙ্গে থাকতেন অভিনেত্রী পল্লবী। ২৭ এপ্রিল ওই বাড়ি ভাড়া নেন বলে জানান ফ্ল্যাটের মালিক। রবিবার, ১৫ মে সকালে সিগারেট খেতে ফ্ল্যাটের বাইরে গিয়েছিলেন পল্লবীর পার্টনার৷ বাড়ি ফিরে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ৷ পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে তিনি পল্লবীর ঝুলন্ত দেহ দেখতে পান৷ ওই বাড়ি থেকেই পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বাঙুর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
আরও পড়ুন: Nepal Flight: নেপালে বিমান ভেঙে চার ভারতীয়-সহ ২২ জনের মৃত্যু, আশঙ্কা সরকারের
তাঁর রহস্যমৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। ইতিমধ্যেই তাঁর লিভ-ইন পার্টনার সাগ্নিককে ডেকে জিজ্ঞাসাবাদও করে গড়ফা থানার পুলিস।