পরিকাঠামো থেকেও বড় সমস্যা সচেতনতার অভাব। এর জন্য ভারতে পথ দুর্ঘটনায় মৃত্যুতে সারা পৃথিবীতে এক নম্বরে। দুর্ঘটনায় আহত ব্যক্তির এক ঘণ্টার মধ্যে চিকিৎসা শুরু হলে বাঁচতে পারে অনেক প্রাণ। একেই বলে গোল্ডেন আওয়ার। দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে কিভাবে চিকিৎসা দেওয়া যায় তা নিয়ে সচেতন করতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ অর্থোপেডিক অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন: সিপিএম থেকে বহিষ্কারের মুখে অনিল কন্যা অজন্তা
সারাদেশে বছরে প্রায় সাড়ে চার লক্ষ পথ দুর্ঘটনা ঘটে, তার মধ্যে দেড় লক্ষ মানুষের মৃত্যু হয় এই দেশে যা অন্যান্য রোগে মৃত্যুর সঙ্গে তুলনা করলে সংখ্যাটা বেশ উদ্বেগজনক। বিশেষজ্ঞদের মতে এর জন্য সবচেয়ে বড় কারণ হল সচেতনতার অভাব। পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিকে পরবর্তী এক ঘন্টা অর্থাৎ গোল্ডেন আওয়ারে কিভাবে চিকিৎসা দেওয়া গেলে মৃত্যুর সংখ্যা অনেকটাই তার জন্য চাই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। দুর্ঘটনায় আহত ব্যক্তিকে কিভাবে দ্রুত প্রাথমিক চিকিৎসা করা যায় তা শেখাতেই উদ্যোগী হয়েছে রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন বলে জানান অর্থোপেডিক সার্জন উৎপল গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: ভ্যাকসিন না নিয়েও হাতে পেলেন ভ্যাকসিনের সার্টিফিকেট
তিনি বলেন, আগামী এক বছরে এক লক্ষ মানুষকে এ বিষয়ে সচেতন করতে উদ্যোগী হয়েছে অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। স্কুলছাত্র থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকেই প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ নিতে সামিল হচ্ছে কলকাতার নামকরা স্কুল গুলিও।
ন্যাশনাল বোন অ্যান্ড জয়েন্ট ডে উপলক্ষে অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের লক্ষ্য সারাদেশে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমানো।