ওয়েবডেস্ক- বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের (Heavy Rain) পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর (Alipur Weather Office), সেই বুধবার ভোরের দিকে কলকাতা ও তার পাশ্বর্বর্তী অঞ্চলগুলিতে একটানা ঝেঁপে বৃষ্টি হয়েছে। তবে গুমোট গরম থেকে নিস্তার মেলেনি। বৃষ্টি থেমে যেতে তার মধ্যেই রোদের আনাগানো।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের (Low Pressure) জেরে এই বৃষ্টি। নিম্নচাপের শক্তি বৃদ্ধির কারণে প্রবল দুর্যোগের বার্তা দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গেও এবার অতি ভারী বৃষ্টির কমলা (Orange Alert) সতর্কতা জারি হয়েছে। শুক্রবারও দক্ষিণের সাত জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
এই কয়েকটা দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী অঞ্চলগুলিতে দুর্যোগের আশঙ্কার কারণে মাইকিং- এ গতকাল থেকে সতর্ক করা হচ্ছে মানুষকে। কিছু অঞ্চলে একদিনে ২০০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে।
বঙ্গে আগাম বর্ষা প্রবেশ করবে। আগামী ২-৩ দিনে উত্তরবঙ্গে পার্বত্য হিমালয় অঞ্চল ও সিকিমেও বর্ষা ঢুকে যাবে। এর পর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। একদিকে নিম্নচাপ আর এর জেরে গোটা সপ্তাহ জুড়েই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন- প্রবল দুর্যোগ, সুন্দরবনের উপকূলে জলোচ্ছ্বাসের সতর্কতা
অপরদিকে আগামী ৩০ ও ৩১ মে উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস, জারি করা হয়েছে কমলা সতর্কতা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবারই বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। আজ ২৮ মে বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বৃষ্টির সম্ভাবনা।
২৯ মে বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টি হবে। শুক্রবার ৩০ মে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও হুগলি,পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার এই জেলাগুলির পাশাপাশি ঝাড়গ্রাম, বীরভূম ও মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। ৩১ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস।
দেখুন ভিডিও-