কলকাতা : শেক্সপিয়ার সরণি থানার গোর্কি সদন কাণ্ডে একজনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার হাজরা ও শরৎ বোস রোড ক্রসিং থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম রোহিত গুপ্ত। বয়স ২১ বছর। মূল শুটার এখনও অধরা।
জানা গিয়েছে, ঘটনার দিন অর্থাৎ রবিবার রাতে স্কুটি চালাচ্ছিল অভিযুক্ত যুবক রোহিত। সে পেশায় অনলাইন ফুড ডেলিভারি বয়। রাস্তায় আহত ব্যবসায়ী পঙ্কজ সিংহর সঙ্গে তাঁর বচসা বাধে।
ওই বচসায় ব্যবসায়ী ওই ফুড ডেলিভারি বয় রোহিতকে চড় মারে ন। এরপর গাড়ি নিয়ে চলে যান ওই ব্যবসায়ী। তার মধ্যেই রবীন্দ্র সরোবর এলাকায় গিয়ে ওই যুবক বেশ কিছু জন পরিচিতকে নিয়ে ধাওয়া করে ব্যবসায়ীর গাড়ি।
আরও পড়ুন – সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে ফেক ফেসবুক অ্যাকাউন্ট, টাকা দাবি প্রতারকের
এরপর পার্ক সার্কাসের দিক থেকে রবীন্দ্র সদনের দিকে যাওয়ার সময়, ৫-৬টি মোটরবাইকে প্রায় ১৫-১৬ জন দুষ্কৃতী ব্যবসায়ীর গাড়ি আটকায়। গোর্কি সদনের সামনে গাড়ি থেকে নামতেই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় তারা। ব্যবসায়ীর ডান কাঁধে গুলি লাগে।
আহত ব্যবসায়ীকে একবালপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থা আশঙ্কাজনক ছিল। সোমবার তাঁর অপারেশন করা হয়। চিকিৎসকেরা গুলি বের করেন। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুন – অগ্নিমিত্রা পলের ট্যুইটার হ্যাক,অভিযোগ দায়ের লালবাজারে
অন্যদিকে, রবিবার রাত ১১.২০ মিনিটের পরে ২ মিনিট ৫০ সেকেন্ডের ফুটেজ সংগ্রহ করা হয়। ওই সিসিটিভি ফুটেজ দেখেই তদন্ত শুরু করেছিল লাল বাজার। মঙ্গলবার একজনকে গ্রেফতার করলেও মূল শুটারকে এখনও গ্রেফতার করেনি পুলিশ। চলছে তল্লাশি।