মুচিপাড়া থানা এলাকায় বৃদ্ধার রহস্যমৃত্যু। মৃতের নাম স্বপ্না দত্ত। পুলিশ সূত্রে খবর, স্বপ্না দত্ত সার্পেন্টাইন লেনের বাড়িতে একাই থাকতেন। বুধবার সকালে ফুল দিতে এসে এক মহিলা দেখেন ঘরের দরজা খোলা। মেঝেতে পড়ে রয়েছে বৃদ্ধার মৃতদেহ। সূত্রের খবর, মেঝেয় রক্তের দাগ মিলেছে। মুচিপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজের হাসপাতালে পাঠায়। কিন্তু কীভাবে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।