ওয়েবডেস্ক- বিকাশ ভবনের (Bikash Bhawan) সামনে গণ্ডগোলের ঘটনায়, ৫ জন শিক্ষক- শিক্ষাকর্মীকে তলব করল বিধাননগর উত্তর থানায় (Bidhannagar North Police Station) ।
চাকরিহারাদের (Jobless) বিক্ষোভে উত্তপ্ত বিকাশ ভবন চত্বর। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে তাঁদের অবস্থান কর্মসূচি চলছে। রবিবার তা চতুর্থ দিনে পড়ল। বিকাশ ভবনের সামনের রাস্তায় তাঁরা বসে আছেন। বৃহস্পতিবার চাকরিহারাদের (Jobless) বিকাশ ভবন অভিযানকে ঘিরে ধন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
আন্দোলনকারী ও তৃণমূল নেতা সব্যসাচী দত্তের অনুগামীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবস্থা সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। ওইদিন বিকেলেই তারা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, নতুন করে তারা আর কোনও পরীক্ষা দেবেন না। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন যোগ্য শিক্ষক–শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা।
আরও পড়ুন- এ কী কাণ্ড বিকাশ ভবনে! দেখুন কী পরিস্থিতি?
সসম্মানে চাকরি ফেরানো সহ সাত দফা দাবিতে অনড় রয়েছেন তারা। মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে এসে তাঁদের সঙ্গে কথা বলতে হবে। সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করছে তা জানাতে হবে। আর তা না হলে বিকাশ ভবনের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ।
তাঁদের দাবি তাঁরা আর কোনও পরীক্ষা দেবেন না। আর পরীক্ষা দিতেই হলে আগে মুখ্যমন্ত্রী সহ সব জনপ্রতিনিধিদের ভোটে নতুন করে জিততে হবে। তাঁদেরও যোগ্যতার পরিচয় দিতে হবে।
সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালে এসএসসির প্যানেলে থাকা ওই সব শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতি ও একাধিক অনিময়ের অভিযোগে ২৫ হাজার ৭৩৫ বাতিল করে দেয় শীর্ষ আদালত। পরে আবেদনের প্রেক্ষিতে যারা চাকরিতে অযোগ্য নন, তাঁদের এবছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরির সুযোগ দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, আর কোনও নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা বসবেন না। তাঁদের চাকরির নিশ্চয়তা দিতে হবে।
দেখুন আরও খবর-