ওয়েবডেস্ক- মহেশতলায় (Maheshtala ) এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এই মৃত্যু খুন না আত্মহত্যা তা এখনও জানা যায়নি। মৃতা পেশায় একজন নার্স (Nurse) ছিল বলে খবর। মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগতলার ঘটনা। শনিবার রাতে বেরিয়েছিলেন তার স্বামী শেখ নাসির আলি। মৃতার নাম শিল্পী বিবি। বয়স ৩৪। স্বামীর বাড়ি ফিরতে দেরি হওয়ায় রাত ২টোর দিকে তিনি তাঁকে খুঁজতে বের হন। রাত ২:৩০ মিনিট নাগাদ তার স্বামীর কাছে ফোন যায় গলির মধ্যে একটি বাড়ির পিছনে তার স্ত্রী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। মহেশতলা থানায় খবর দেওয়া হয়।
আরও পড়ুন- দিলীপ ঘোষ কোথাও যায়নি, কেন বললেন শমীক ভট্টাচার্য ?
পুলিশ দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে (Vidyasagar Hospital) নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃতার স্বামীর অভিযোগ তাঁর স্ত্রী খুন করা হয়েছে, গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। যার বাড়ির সামনে দেহটি পড়ে থাকতে সেই বাড়ির একজনকে আটক করে মহেশতলা থানায় নিয়ে যাওয়া হয়েছে। শিল্পীর স্বামী নাম শেখ নাসির আলি। মহরম উপলক্ষে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি।
পুলিশ সূত্রে খবর, দেহের বাইরে কোনও আঘাতের চিহ্ন নেই। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
দেখুন আরও খবর-