কলকাতা: শিয়ালদহ ডিভিশনের মাতৃভূমি লোকালে (Sealdah Division) এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে! দীর্ঘদিন ধরে শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত এই লোকাল ট্রেন এবার পুরুষ যাত্রীদের জন্যও উন্মুক্ত হতে যাচ্ছে। শনিবার রেলের তরফে জানানো হয়, এখন থেকে এই ট্রেনের কিছু কোচে পুরুষ যাত্রীরা উঠতে পারবেন।
local তবে পুরুষ যাত্রীদেরও যাতে কোনো অসুবিধা না হয়, তাই কিছু কোচ সাধারণ যাত্রীদের জন্য খুলে দেয়া হচ্ছে। এখন থেকে পুরুষ ও মহিলা উভয়েই এসব কোচে উঠতে পারবেন।”
আরও পড়ুন: রাতের আঁধারে ধাপা গ্যারাজে হামলা , রক্তাক্ত নিরাপত্তারক্ষী
এখন পর্যন্ত, মাতৃভূমি লোকাল ট্রেনটি ছিল পুরোপুরি মহিলাদের জন্য সংরক্ষিত। তবে গত কিছু মাস ধরে মহিলা কামরার সংখ্যা বাড়ানোর পর, সাধারণ কামরার সংখ্যা কমে গিয়েছে। এর ফলে পুরুষ যাত্রীদের যাতায়াতের সমস্যা বেড়ে যায়, এবং কয়েকটি স্টেশনে বিক্ষোভও হয়েছে, যা রেল চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি করেছে।
এই সমস্যা সমাধানে রেল কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্ত হলো, কিছু কোচ পুরুষ ও মহিলা উভয়ের জন্য বরাদ্দ করা হবে। রেল জানিয়েছে, “মাতৃভূমি লোকালের কিছু কোচ পুরুষ ও মহিলা উভয়ের জন্য সংরক্ষিত করা হবে, তবে মহিলা যাত্রীদের আরাম এবং নিরাপত্তার কোনও ক্ষতি হবে না।”
এই পরিবর্তনের ফলে পুরুষ যাত্রীদের জন্য একদিকে যেমন সুবিধা বৃদ্ধি পাবে, তেমনি মহিলাদের যাতায়াতেও কোনও সমস্যা তৈরি হবে না, এই আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।
দেখুন আরও খবর: