কলকাতা: এ মাসেই দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বৈঠক হতে পারে। উত্তরবঙ্গ যাওয়ার প্রাক্কালে বুধবার কলকাতা বিমানবন্দরে সে ব্যাপারে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদের দিল্লি চলো কর্মসূচি রয়েছে। তার জন্য আমরা দিল্লি পুলিশের অনুমতি চেয়েছি। তাদের জবাবের অপেক্ষায় আছি। জবাব পেলেই আমরা কর্মসূচির দিনক্ষণ ঠিক করব। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করার সময় চেয়েছি।
একশো দিনের কাজের টাকার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল আন্দোলন চালাচ্ছে। সোমবার এবং মঙ্গলবার লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, যেখানে দুর্নীতি হয়েছে, সেখানে কেন্দ্র ব্যবস্থা নিক। কিন্তু তার জন্য সারা রাজ্যকে বঞ্চিত করা হবে কেন। এই দুদিনই সুদীপের অভিযোগের জবাব দেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এবং প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জনা জ্যোতি। মঙ্গলবার সংসদেই তৃণমূলের দলনেতা সুদীপকে গিরিরাজ বলেন, আপনাদের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে বলুন। পরে গিরিরাজের এই পরামর্শের কথা সুদীপ সাংবাদিকদেরও জানান।
আরও পড়ুন: কাশ্মীর নিয়ে ২টি বিল পেশ
বুধবার কলকাতা বিমানবন্দরে গিরিরাজের পরামর্শ প্রসঙ্গেই জানতে চাওয়া হয় মমতার কাছে। তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রীকে জানাতে চাই, ইতিমধ্যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে তিনবার দেখা করেছি। একশো দিনের কাজের টাকা নিয়ে গত ২৩ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেন, আমরা দিল্লিতে আবার আন্দোলন করব। ধরনা দেব। প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর মন্তব্য ছিল, আপনার সঙ্গে দেখা করব। সময় না দিলে রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। অনেক আন্দোলন করেছি অতীতে, মার খেয়েছি। এবার না হয় আপনাদের কাছে মার খাব।
এদিন বিমানবন্দরে মমতা ফের বলেন, ইন্ডিয়া জোটের বৈঠকের (INDIA Alliance Meeting) ব্যাপারে আমাকে আগে কিছু জানানো হয়নি। পরশুদিন রাহুল গান্ধী আমাকে ফোন করে বৈঠকের কথা জানান। আমি তাঁকে বলি, আমাকে তো কেউ কিছু বলেননি। খুব শীঘ্রই আমরা বৈঠকে বসব।
আরও অন্য খবর দেখুন