কলকাতা: লাইসেন্স, রেজিস্ট্রি ছাড়া ময়দানে চলবে না ঘোড়ার গাড়ি। রাজ্যকে লাইসেন্সবিহীন গাড়ি চিহ্নিত করার নির্দেশ। ময়দানের ঘোড়ার গাড়ি এবং মালিকানাহীন ঘোড়া নিয়ে হয় জনস্বার্থ মামলা। সেই মামলাতেই রাজ্য জানিয়েছিল, লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়া ঘোড়ার গাড়ি চলতে দেওয়া হবে না। ২০২২ সালের দেওয়া সেই প্রতিশ্রুতি রক্ষিত হয়নি বলে অভিযোগ।
প্রধান বিচারপতির ডি ওয়াই চন্দ্রচূড় এর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের প্রশ্ন, লাইসেন্সহীন গাড়ি তাহলে চলছে কী করে? তা নিয়ে অবিলম্বে অনুসন্ধান চালানোর নির্দেশ দেন তিনি। উপযুক্ত নথি না থাকলে গাড়ি বাজেয়াপ্ত করতে হবে। গাড়ির মালিক লাইসেন্স নবীকরণের আবেদন করতে পারবেন। কিন্তু ঘোড়ার স্বাস্থ্যপরীক্ষা সরকারি ডাক্তারের কাছে করাতে হবে।
আরও পড়ুন: সদ্যোজাত মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা
উল্লেখ্য, ময়দানে ঘুরে বেড়ানো এবং অন্যান্য প্রতিটি ঘোড়ার মাইক্রোচিপিং করার প্রস্তাব দিয়েছে মামলাকারী পেটা। যাতে প্রতিটি ঘোড়ার জন্ম এবং তার মালিকানা সম্পর্কে যেকোনো সময় তথ্যানুসন্ধান করা সম্ভব হয়।