ওয়েবডেস্ক- রেশন দুর্নীতি (Ration corruption) কাণ্ডে ফের চাপে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Former state minister Jyotipriya Mallick) । রেশন দুর্নীতিকাণ্ডে এসএসকেএম থেকে উদ্ধার হওয়া চিঠির হাতের লেখার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা (Hand Writing) মিলিয়ে দেখবে ইডি (ED) । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই চিঠিগুলি উদ্ধার হয়েছে গত বছর। এই চিঠি গুলি জ্যোতিপ্রিয় মল্লিক ওরফের বালুর লেখা কিনা তা পরীক্ষা করে দেখা হবে।
এই পুরো প্রক্রিয়ার জন্য সোমবার বিচার ভবনে যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ১৯ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির করানো হয় তাঁকে। সঙ্গে ছিলেন ইডির আধিকারিকরাও। সোমবারই জ্যোতিপ্রিয়ের হস্তাক্ষরের নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হতে পারে।
গত এপ্রিল মাসেই রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখার পরীক্ষার অনুমোদন দেয় আদালত।
আরও পড়ুন- সর্বদলীয় প্রতিনিধি দল ‘না’ কেন? জানিয়ে দিলেন খোদ মমতা
এপ্রিল মাসেই রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত জ্যোতিপ্রিয়র হাতের লেখা পরীক্ষার অনুমতি দিয়েছিল আদালত। ২০২৩ সালের ডিসেম্বর মাসে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন কন্যা প্রিয়দর্শিনীকে একটি চিঠি লিখেছিলেন তিনি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান হয়ে সেই চিঠি যায় ইডির হাতে। তার পরেই প্রাক্তন খাদ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সময় মেয়েকে চিঠি লেখার কথা স্বীকার করেন জ্যোতিপ্রিয় মল্লিক। তবে পরবর্তীতে তিনি যদি বয়ান পালটে ফেলেন, সেই কারণে হস্তাক্ষর পরীক্ষা করিয়ে রাখতে চাইছে ইডি।
রেশন দুর্নীতি কাণ্ডে দীর্ঘদিন ধরে তোলপাড় হয়ে রাজ্য রাজনীতি। দীর্ঘদিন ধরে মামলার তদন্ত করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলবন্দি থাকতে হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। কয়েক মাস আগেই জামিন পেয়েছেন। এবার তাঁর হস্তাক্ষরের নমুনা সংগ্রহ করা হবে।
দেখুন আরও খবর-