কলকাতা : আবার নতুন করে সেজে উঠতে চলেছে কলেজ স্ট্রিট। এ-কাজে গতি আনতে উদ্যোগী হলেন কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। প্রায় ২০ বছর ধরে বিভিন্ন কারণে কলেজ স্ট্রিট মার্কেটকে সাজিয়ে তোলার কাজ আটকে রয়েছে। এখনও পর্যন্ত পুরোপুরি ভাবে এটিকে ক্রেতাদের জন্য সাজিয়ে তোলা সম্ভব হয়নি। ফিরহাদ বলেন, ‘সেদিন যেতে যেতে দেখলাম যে রড বেরিয়ে রয়েছে, জং ধরেছে।’ আর এরপরেই আরও বেশি করে উদ্যোগী হন ফিরহাদ। তিনি এ-ও বলেন, কিছু দোকানদার কলেজ স্ট্রিট মার্কেটে দোকান পেয়ে গেছেন। তা সত্ত্বেও তাঁদের যেখানে সাময়িকভাবে দোকান দেওয়া হয়েছিল, সেই মার্কাস স্কোয়ারেও জায়গা দখল করে রেখেছেন। সেই জায়গা পুনরুদ্ধার করা হবে৷ কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে পুর কমিশনার বিনোদকুমারকে সব পক্ষকে নিয়ে দ্রুত আলোচনায় বসে, বকেয়া সমস্যাগুলি সমাধানের পথ খোঁজার নির্দেশ দিলেন ফিরহাদ। ফিরহাদের এই পদক্ষেপে খুশি বইপাড়ার ক্রেতারাও।