কলকাতা: হাই কোর্টে নন্দীগ্রাম মামলা পিছোনোর আবেদন করলেন শুভেন্দু অধিকারী। আজ, সোমবার দুপুর ৩-টেয় হাই কোর্টে বিচারপতি শম্পা সরকার বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন রয়েছে। সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পিছোনো হোক হাই কোর্টে মামলার শুনানি, এমনটাই আবেদন জানিয়েছেন শুভেন্দু।
মে মাসে ভোটের ফল ঘোষণার পর নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি হয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পরই হাই কোর্টে মামলা দায়ের করেন মমতা৷ মামলায় নির্বাচন কমিশন ও শুভেন্দু অধিকারীকেও সংযুক্ত করা হয়। হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দোল মামলার শুনানির জন্য বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চকে বেছে নেন৷
আরও পড়ুন: মমতার পেগাসাস কমিশনে স্বরাষ্ট্রমন্ত্রকের ‘কোপ’
বিচারপতি হিসাবে নিয়োগ হওয়ার আগে কৌশিক চন্দ বিজেপির লিগ্যাল সেলের সদস্য ছিলেন। তিনি বিজেপির হয়ে কলকাতা হাই কোর্টে আইনজীবী হিসাবে বহু মামলায় অংশ নিয়েছেন। তাই তাঁর এজলাসে এই মামলার শুনানির না হওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি।
৭ জুলাই হাই কোর্টে বিচারপতি চন্দ মমতা বন্দ্যোপাধ্যায়ের এজলাস-বদলের আবেদনের রায় ঘোষণা করে জানান, তিনি নন্দীগ্রাম মামলা থেকে সরে যাচ্ছেন৷ তাঁর এজলাসে এই মামলার শুনানি হবে না৷ ওই মামলা ফেরত পাঠানো হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে৷ এর পরই মামলা স্থানান্তরিত করা হয় বিচারপতি শম্পা সরকারের এজলাসে।
আরও পড়ুন: নন্দীগ্রাম মামলা সুপ্রিমকোর্টে স্থানান্তরের আবেদন শুভেন্দুর