কলকাতা: দুর্গা পুজোর উদ্বোধনে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর উদ্বোধন করেছিলেন। এবার পুজোয় কলকাতায় এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। তিনি পুজো পরিদর্শন করবেন। মহা সপ্তমীর সকালে কলকাতায় এলেন নাড্ডা। তবে তাঁর কলকাতায় (Kolkata) পা দিতেই ফের বিতর্কের শুরু। নাড্ডার ফ্লেক্স (Flex) সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলল বিজেপি (BJP)।
উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ির সামনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তা দেওয়া হোর্ডিং জোর করে খুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠল। দাবি, সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়। কলকাতা পুরসভার হোর্ডিং এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগের কর্মীরা রাজ্য বিজেপির পক্ষ থেকে লাগানো নাডার ছবি দেওয়া ব্যানার খুলে নিয়ে গেল শোভা বাজার রাজবাড়ির সংলগ্ন এলাকা থেকে। এই শোভা বাজার রাজবাড়িতেই দুর্গাপুজো দেখতে আসার প্রোগ্রাম রয়েছে জেপি নাডডার। অভিযোগ বিজেপির।
আরও পড়ুন: থমকে যাওয়ার পরও সফল উৎক্ষেপণ গগনযানের
বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস নেতা-নেত্রীদের অঙ্গুলিহেলনেই এমনটা করা হয়েছে। তবে এই বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।