কলকাতা: মুর্শিদাবাদের নবগ্রাম থানার লকআপে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু নিয়ে কলকাতা হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন জমা পড়ল। বিচারপতি জয় সেনগুপ্ত জরুরি ভিত্তিতে মামলা করার অনুমতি দিয়েছেন। আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবন।
সূত্রের খবর, গত ২ অগাস্ট প্রতিবেশী এক পুলিশ কর্মীর বাড়িতে চুরির অভিযোগে নবগ্রাম থানার পুলিশ গোবিন্দ ঘোষ নামে ওই ব্যক্তিকে তুলে নিয়ে যায়। পরিবারের অভিযোগ, লকআপে পুলিশের অত্যাচারের ফলেই মৃত্যূ হয়েছে গোবিন্দর। ঘটনার দুই দিন পর ৪ অগাস্ট পুলিশ বাড়ির লোককে জানায়, গোবিন্দ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পরিবারের আরও অভিযোগ, পুলিশ লকআপে থাকার সময়ই মারধর করে চুরির কথা গোবিন্দকে স্বীকার করাতে বাধ্য করা হয়েছে। হাসপাতালেই মৃত্যু হয় গোবিন্দর। পরিবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে।
আরও পড়ুন: মোদিকে প্রধানমন্ত্রী চান ১০ জনের মধ্যে ৮ জন, রাহুলকে পছন্দ ৬ জনের
স্থানীয় সেনা ব্যারাকে ঠিকাকর্মীর কাজ করতেন গোবিন্দ। তাঁর মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। মৃতদেহ নিয়ে গ্রামের লোকজন পথ অবরোধ করেন। পুলিশ এসে স্থানীয়দের তুমুল বিক্ষোভের মুখে পড়েন। পুলিশকে তাড়া করে গ্রাম থেকে হঠিয়ে দেয় জনতা। পরের দিনই পরিস্থিতি বেগতিক দেখে জেলা পুলিশ নবগ্রাম থানার ওসিকে সাসপেন্ড করে। গোবিন্দর পরিবারের অভিযোগ, ওই ওসি’ই লকআপে তাঁর উপর অত্যাচার চালিয়েছিলেন।
পুলিশের অবশ্য দাবি, গলায় ফাঁস লাগিয়ে সংশোধনাগারের শৌচালয়ে গোবিন্দ আত্মঘাতী হন।